সাজেক প্রতিনিধি, সিএইচটি নিউজ
শনিবার, ১৪ জানুয়ারি ২০২৩

পার্বত্য চট্টগ্রামে রাষ্ট্রীয় মদদপুষ্ট ঠ্যাঙারে বাহিনীর সন্ত্রাসসহ মানবাধিকার লঙ্ঘন বন্ধের দাবিতে রাঙামাটির সাজেক ইউনিয়নের মাচলঙে বিক্ষোভ সমাবেশ করেছে ইউনাইটেড পিপলস ডেমোক্রেটিক ফ্রন্ট (ইউপিডিএফ)। পার্বত্য চট্টগ্রামে জাতীয় মানবাধিকার কমিশনের সফরকে সামনে রেখে এই বিক্ষোভের আয়োজন করা হয়।
আজ শনিবার (১৪ জানুয়ারি ২০২৩) সকালে ইউপিডিএফ’র সাজেক ইউনিটের উদ্যোগে আয়োজিত বিক্ষোভ সমাবেশে বক্তব্য রাখেন ইউপিডিএফ’র সংগঠক প্রান্তিক চাকমা, গণতান্ত্রিক যুব ফোরামের সাজেক থানা শাখার সাংগঠনিক সম্পাদক কিরণ চাকমা, ইউপিডিএফ সংগঠক ও সাবেক যুব নেতা সুমন চাকমা।
সমাবেশে বক্তারা বলেন, পার্বত্য চট্টগ্রামের পাহাড়ি জনগণকে ধ্বংস করার লক্ষ্যে সরকার, সেনাবাহিনী, এদেশের প্রশাসন প্রতিনিয়ত অন্যায়-অবিচার, ধরপাকড়, বিচারবহির্ভুত হত্যা, মিথ্যা মামলায় জেলে প্রেরণ, ভূমি বেদখল, উচ্ছেদ, নারী নির্যাতনসহ নানা অত্যাচার চালিয়ে যাচ্ছে। এসব নিপীড়নের পাশাপাশি নব্যমুখোশ বাহিনী, মগপার্টি, কুকি-চিন পার্টিসহ বিভিন্ন ঠ্যাঙারে সন্ত্রাসী বাহিনী দিয়ে খুন, গুম, অপহরণসহ নানা সন্ত্রাসী কর্মকাণ্ড চালাচ্ছে এদেশের রাষ্ট্রীয় বাহিনী ও গোয়েন্দা সংস্থাগুলো। যার ফলে খুন, গুম ও অপহরণসহ নানা অপরাধকর্মে জড়িত এসব ঠ্যাঙারে বাহিনীর সন্ত্রাসীদের গ্রেফতার ও বিচারে সরকার-প্রশাসন কোন পদক্ষেপ নেয় না, বরং রাষ্ট্রীয় বাহিনী এসব সন্ত্রাসীদের পৃষ্ঠপোষকতা দিয়ে পার্বত্য চট্টগ্রামে সাধারণ জনগণের ওপর নিপড়িন ও এলাকায় ত্রাসের রাজত্ব কায়েম করছে।

বক্তারা আরো বলেন, রাষ্ট্রীয় বাহিনীর প্রত্যক্ষ মদদে নব্য মুখোশ বাহিনীর সন্ত্রাসীরা খাগড়াছড়িতে ইউপিডিএফ নেতা মিঠুন চাকমাকে হত্যা, স্বনির্ভর বাজারে দিন দুপরে প্রকাশ্য ছাত্র নেতা তপন,এলটন ও যুব নেতা পলাশ চাকমাসহ ৭ জনকে নির্বিচারে গুলি চালিয়ে হত্যা করলেও খুনিদের এখনো গ্রেফতার করা হয়নি। ঢাকায় রাষ্ট্রীয় বাহিনী কর্তৃক গুমের শিকারইউপিডিএফ নেতা মাইকেল চাকমার এখনো কোন হদিস আমরা পাইনি, দীর্ঘ ২৭ বছরেও কল্পনা চাকমার চিহ্নিত অপহরণকারী লে. ফেরদৌস গংদের বিচার হয়নি, সেনা হেফাজতে ছাত্র নেতা রমেল চাকমাকে হত্যা, ইউপিডিএফ নেতা নবায়ন চাকমা মিলনকে হত্যাসহ অসংখ্য নেতা-কর্মীকে হত্যার ঘটনার কোন বিচার আমরা পাইনি।
সমাবেশ থেকে বক্তারা পার্বত্য চট্টগ্রামে এযাবতকালে রাষ্ট্রীয় মদদে খুন, গুম, গণহত্যাসহ যেসব মানবাধিকার লঙ্ঘনের ঘটনা ঘটছে তার সুষ্ঠু তদন্ত ও বিচারের দাবি জানান।
সিএইচটি নিউজে প্রকাশিত প্রচারিত কোন সংবাদ, তথ্য, ছবি ,ভিডিও, কনটেন্ট ব্যবহার করতে হলে কপিরাইট আইন অনুসরণ করে ব্যবহার করুন।
সিএইচটি নিউজের ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করুন