পার্বত্য চট্টগ্রামে সেনা দমন-পীড়নের বিরুদ্ধে মানিকছড়িতে বিক্ষোভ

0


মানিকছড়ি প্রতিনিধি, সিএইচটি নিউজ

সোমবার, ১ সেপ্টেম্বর ২০২৫

পার্বত্য চট্টগ্রামে অভিযানের নামে স্কুলভবন ‘অস্থায়ী ক্যাম্প’ বানিয়ে নির্বিচারে বাড়িঘরে তল্লাশি, নারীদের সাথে অসদাচরণ, লুটপাট, ধরপাকড়, হয়রানি, স্কুলের কার্যক্রম ব্যাহত ও অবর্ণনীয় জন দুর্ভোগ সৃষ্টির প্রতিবাদে এবং সেনাশাসন “অপারেশন উত্তরণ” তুলে নেয়ার দাবিতে খাগড়াছড়ির মানিকছড়িতে বিক্ষোভ মিছিল ও সমাবেশ করেছে পাহাড়ি ছাত্র পরিষদ (পিসিপি) ও গণাতন্ত্রিক যুব ফোরাম, মানিকছড়ি উপজেলা শাখা।

আজ সোমবার (১ সেপ্টেম্বর ২০২৫) সকাল ১০টায় মানিকছড়ি উপজেলা সদরস্থ ধর্মঘর থেকে মিছিল শুরু করা হয়। মিছিলটি মানিকছড়ি উপজেলা পরিষদ এলাকা ঘুরে এসে আবারও ধর্মঘরে এসে সমাবেশে মিলিত হয়।

মিছিলে অংশগ্রহণকারীরা পাহাড় থেকে সেনাশাসন তুলে নাও নিতে হবে; সেনা অপারেশন নামে সাধারণ মানুষের হয়রানি বন্ধ কর-করতে হবে; এক দফা এক দাবি, স্বায়ত্তশাসন-স্বায়ত্তশাসনসহ নানা শ্লোগান দেন।

উক্ত সমাবেশে পিসিপি’র মানিকছড়ি উপজেলা শাখার সভাপতি আনু মারমার সভাপতিত্বে ও শিল্প-সাংস্কৃতিক সম্পাদক প্রিয়সী মারমার সঞ্চালনায় বক্তব্য রাখেন পিসিপি’র কেন্দ্রীয় কমিটির সদস্য অংহ্লাচিং মারমা ও গণতান্ত্রিক যুব ফোরামের মানিকছড়ি উপজেলা সাধারণ সম্পাদক আথোই মারমা।

বক্তারা বলেন, পার্বত্য চট্টগ্রামের দীর্ঘদিন ধরে সেনাবাহিনী হয়রানিমূলক অভিযান চালাচ্ছে। এতে সাধারণ জনগণের ঘরবাড়ি তল্লাশি চালিয়ে বিভিন্ন দলিলপত্র, নগদ টাকাসহসহ বিভিন্ন জিনিসপত্র লুটপাট চালানো হচ্ছে।


বক্তারা আরো বলেন, নিজ জায়গায়, নিজ বাড়িতে নিরাপদে বসবাস করা সকলের অধিকার রয়েছে। কিন্তু সেনা অভিযানের কারণে মানুষের স্বাভাবিক জীবনযাত্রা ব্যাহত হচ্ছে। তারা নিজ বাড়িতেও নিরাপদে থাকতে পারছে না, ক্ষেতে খামারে কাজে যেতে পারছে না। সেনাবাহিনী অভিযান চালানোর সময় বেশিরভাগ সময় স্কুলে অবস্থান করে থাকে। ফলে সাধারণ শিক্ষার্থীরা স্কুলে যেতে পারছে না, তাদের পড়াশোনা ব্যাহত হচ্ছে।

সমাবেশ থেকে বক্তারা অবিলম্বে সেনা অভিযানের নামে তল্লাশি, লুটপাট, হয়রানি ও বেআইনি গ্ৰেফতার বন্ধ করা, যেসব টাকা ও দলিলপত্র লুট করে নেওয়া হয়েছে সেগুলো ফেরত দেয়া, প্রকৃত সন্ত্রাসীদের গ্ৰেফতার করে তাদেরকে পৃষ্ঠপোষকতা প্রদান বন্ধ করা এবং পার্বত্য চট্টগ্রাম থেকে সেনাশাসন প্রত্যাহার করে পার্বত্য চট্টগ্রামে স্থায়ী শান্তি প্রতিষ্ঠার জন্য জনগণের প্রাণের দাবি পূর্ণস্বায়ত্তশাসন মেনে নেয়ার দাবি জানান।



This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. AcceptRead More