পার্বত্য চট্টগ্রাম কমিশনের সাথে মন্টি ও দয়াসোনা চাকমার সাক্ষাত
ঢাকা : সেনাসৃষ্ট নব্য মুখোশবাহিনী সশস্ত্র সন্ত্রাসী কর্তৃক অপহৃত হওয়ার পর মুক্তি পাওয়া মন্টি চাকমা ও দয়াসোনা চাকমা পার্বত্য চট্টগ্রাম কমিশনের সাথে সাক্ষাত করেছেন। এসমসয় সন্ত্রাসীদের ব্রাশ ফায়ার থেকে পালিয়ে বাঁচা রাঙামাটি জেলা পিসিপি সভাপতি কুনেন্টু চাকমা ও হিল উইমেন্স ফেডারেশনের কেন্দ্রীয় সভানেত্রী নিরূপা চাকমাও উপস্থিত ছিলেন।

আজ বুধবার (২ মে) বিকাল ৫টায় একটি বেসরকারী সংস্থার অফিসে সাক্ষাতটি অনুষ্ঠিত হয়। এসময় পার্বত্য চট্টগ্রাম কমিশনের পক্ষে উপস্থিত ছিলেন কমিশনের কো-চেয়ার সুলতানা কামাল, সিএইচটি কমিশনের উপদেষ্টা ও জাতীয় মানবাধিকার কমিশনের সদস্য মেঘনা গুহঠাকুরতা, কমিশনের সদস্য খুশি কবির ও ব্যারিস্টার সারা হোসেন।
কমিশন অপহৃত মন্টি চাকমা ও দয়াসোনা চাকমার কাছ থেকে অপহরণের বিবরণ শোনেন। মামলা সংক্রান্ত ব্যাপারে খোঁজ-খবর নেন এবং সহযোগীতার আশ্বাস দেন। অপহরণ ঘটনার পর প্রশাসনের নির্লিপ্ততাকে তারা কঠোর সমালোচনা করেন।
সাক্ষাতে কমিশনের সদস্যবৃন্দ মন্টি ও দয়াসোনা চাকমাসহ তাদের পরিবারের নিরাপত্তা নিয়ে গভীর উদ্বেগ প্রকাশ করেন।
_______
সিএইচটি নিউজ ডটকম’র প্রচারিত কোন সংবাদ, তথ্য, ছবি ব্যবহারের প্রয়োজন দেখা দিলে যথাযথ সূত্র উল্লেখপূর্বক ব্যবহার করুন।
