পার্বত্য চট্টগ্রাম ভূমি বিরোধ নিষ্পত্তি কমিশনের চেয়ারম্যান খাদেমুল ইসলাম চৌধুরীকে পুনঃনিয়োগ না দেয়ার দাবি
নিজস্ব প্রতিবেদক
সিএইচটিনিউজ.কম
খাগড়াছড়ি জেলা কার্বারী এসোসিয়েশনের সভাপতি রণিক ত্রিপুরা ও সাধারণ সম্পাদক হেম রঞ্জন চাকমা এবং হেডম্যান এসোসিয়েশনের সহ সভাপতি ক্ষেত্র মোহন রোয়াজা ও সাধারণ সম্পাদক স্বদেশ প্রীতি চাকমা আজ ২০ জুলাই শুক্রবার এক যৌথ বিবৃতিতে পার্বত্য চট্টগ্রাম ভূমি বিরোধ নিষ্পত্তি কমিশনের বিতর্কিত, স্বেচ্ছাচারী, পক্ষপাতদুষ্ট ও পার্বত্য চট্টগ্রামে অবাঞ্ছিত ঘোষিত চেয়ারম্যান খাদেমুল ইসলাম চৌধুরীকে পুনঃনিয়োগ না দেয়ার জন্য প্রধানমন্ত্রী শেখ হাসিনার কাছে জোর দাবি জানিয়েছেন।
বিবৃতিতে তারা বলেন, খাদেমুল ইসলাম কর্তৃক অগণতান্ত্রিক ও স্বৈরাচারী কায়দায় ভূমি কমিশনের কার্যক্রম পরিচালনার কারণে পার্বত্য চট্টগ্রামে ভূমি সমস্যা সমাধান হওয়ার পরিবর্তে আরো বেশী জটিল হয়েছে এবং এর ফলে প্রকৃত ভূমি মালিকদের হারানো জমি ফিরে পাওয়ার সম্ভাবনা ক্ষীণ হয়েছে।
বিবৃতিতে তারা খাদেমুল ইসলাম চৌধুরীকে পুনঃনিয়োগ না দেয়ার দাবি জানয়ে বলেন, ভূমি কমিশন আইনের যথাযথ সংশোধন পূর্বক একজন সৎ, দক্ষ, নিরপেক্ষ এবং সবার কাছে আস্থাভাজন ও গ্রহণযোগ্য ব্যক্তিকে পার্বত্য চট্টগ্রাম ভূমি কমিশনের চেয়ারম্যান নিয়োগ দিতে হবে।
বিবৃতিতে তারা পার্বত্য চট্টগ্রামে যুগ যুগ ধরে প্রচলিত প্রথাগত ভূমি আইনের স্বীকৃতি ও তার ভিত্তিতে ভূমি কমিশন আইনের সংশোধন এবং ভূমি বিরোধ নিষ্পত্তিকরণ, হেডম্যান-কার্বারীদেরকে ভূমি কমিশনে অন্তর্ভুক্তি এবং ভূমি বিরোধ নিষ্পত্তির শুনানীর সময় বিবাদিত ভূমি বিষয়ে তাদের লিখিত মতামত গ্রহণ বাধ্যতামুলক করার দাবি জানান।