পার্বত্য চুক্তির অসারতা নিয়ে নান্যাচরে পোস্টারিং

নান্যাচর প্রতিনিধি, সিএইচটি নিউজ
সোমবার, ১ ডিসেম্বর ২০২৫
পার্বত্য চট্টগ্রাম চুক্তি স্বাক্ষরের ২৮তম বার্ষিকীকে কেন্দ্র করে চুক্তির অসারতা নিয়ে বিভিন্ন শ্লোগান সম্বলিত হাতে লেখা পোস্টারিং করা হয়েছে রাঙামাটির নান্যাচরে।
নান্যাচর উপজেলা সদরের টিএন্ডটি বাজার, খুল্যাং পাড়া, নয়াদাম,পাতাছড়ি, বড়পুল পাড়া, মরাচেঙ্গীসহ বিভিন্ন এলাকায় পোস্টারিং সাঁটানো দেখা গেছে।

আজ সোমবার (১ ডিসেম্বর ২০২৫) পাহাড়ি ছাত্র পরিষদ, হিল উইমেন্স ফেডারেশন ও গণতান্ত্রিক যুব ফোরাম নান্যাচর উপজেলা শাখাসমূহ যৌথভাবে এই পোস্টারিং করেছে বলে জানা গেছে।
হাতে লেখা পোস্টারগুলোতে “ব’ যিয়ে চুক্তির আজায় ন থাক্কো, সময় থাক্কে আন্দোলনৎ লাম’; পার্বত্য চুক্তি কাগুজে দলিল ছাড়া কিছুই নয়’ CHT accord is a dead letter; No Full Autonomy No Rest; আমাদের ভাগ্য নিয়ে ছিনিমিনি খেলা বন্ধ কর; পার্বত্য চুক্তি একটি মূলা, পেছনে দৌড়িও না” ইত্যাদি শ্লোগান লেখা রয়েছে।



সিএইচটি নিউজে প্রকাশিত প্রচারিত কোন সংবাদ, তথ্য, ছবি ,ভিডিও, কনটেন্ট ব্যবহার করতে হলে কপিরাইট আইন অনুসরণ করে ব্যবহার করুন।
