
– সায়ান
পাহাড়ের মেয়ে ধর্ষণ হলো সেদিন গভীর রাতে
পিতা ও মাতার কাঁধে ভর দিয়ে হাসপাতালের পথে
সেই মেয়ে গেল একা হেঁটে গেল সমাজ দেখলো চেয়ে
ক্ষতবিক্ষত অপমানে নত আমার পাহাড়ী মেয়ে
পাহাড়ের মেয়ে মেয়ে নয় বুঝি, পাথুরে কি তার দেহ?
পাহাড়ের মেয়ে ধর্ষণ হলো, মুখ খুললো না কেহ!
পাহাড়ের মেয়ে ধর্ষণ হলো, শহর তবুও চুপ!
অথচ পাহাড় তোমাদের নাকি ভালো লেগেছিল খুব!
মেয়ে তো মেয়েই জলে-জঙ্গলে পাহাড়ের পথপাশে
নষ্ট পুরুষ যে কোন সুযোগে খায় তাকে গোগ্রাাসে
নষ্ট সমাজ আহা উহু করে ভূলে যায় ধীরে ধীরে
আর যদি হয় পাহাড়ের মেয়ে তাকায়ও না পাশ ফিরে
এই তো সমাজ তোমার আমার… শত বিভক্ত হয়ে
চুপ থেকে থেকে পঁচে গলে আজ সকলেই গেছি ক্ষয়ে
পাহাড়ের ব্যাথা বাজে না হৃদয়ে ওঠে না শহর গর্জে
যদিও নগর বড় অভিভূত পাহাড়ের সৌন্দর্যে!!
পাহাড়ী ব্যাথায় আওয়াজ তোলায় শহরের অলসতা
অন্তরে বড় ব্যাথা দিয়ে গেল নাগরিক নীরবতা
কতবার ঐ নষ্ট দৃষ্টি পড়েছে নারীর অঙ্গে
নষ্ট পুরুষ তবু তোর নাম ওঠে মানুষের সঙ্গে
নষ্ট পুরুষ জানি তো কোন শাস্তি তোমার যোগ্য
কোন বিধাতাই আনতে পারেনি তোমার প্রাণে আরোগ্য
কন্যারা শোন, সমাজ নষ্ট সেই অপরাধ তোর না
এক্ষুনি যেই সমাজ বলবে, শরীরে ছিল না ওড়না।
* কবিতাটি সায়ানের ফেসবুক পেজ থেকে নেওয়া