পাহাড়ি শিশুকে ধর্ষণকারী পুলিশ কনস্টেবলের দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে দিঘীনালা ও গুইমারায় বিক্ষোভ

0
10
খাগড়াছড়ি প্রতিনিধি
সিএইচটিনিউজ.কম

29.Protest rally in Dighinalaখাগড়াছড়ির দিঘীনালা উপজেলাধীন ৯ মাইলের তপন কার্বারী পাড়ায় ১১ বছরের এক পাহাড়ি শিশুকে ধর্ষণকারী অটলটিলা পুলিশ ক্যাম্পের কনস্টেবল মো: রাসেল রানার দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে দিঘীনালা ও গুইমারায় বিক্ষোভ মিছিল ও সমাবেশ করেছে পাহাড়ি ছাত্র পরিষদ, গণতান্ত্রিক যুব ফোরাম ও হিল উইমেন্স ফেডারেশন
আজ ২২ আগস্ট বুধবার বিকাল ৩টায় দিঘীনালা উপজেলা সদরের ইউপিডিএফ কার্যালয়ের সামনে থেকে একটি বিক্ষোভ মিছিল শুরু হয়ে থানা বাজার ঘুরে লার্মা স্কোয়ারে গিয়ে শেষ হয়সেখানে অনুষ্ঠিত প্রতিবাদ সমাবেশে গণতান্ত্রিক যুব ফোরামের দিঘীনালা উপজেলা শাখার সহ সভাপতি জীবন চাকমার সভাপতিত্বে বক্তব্য রাখেন পাহাড়ি ছাত্র পরিষদের দিঘীনালা থানা শাখার সহ সভাপতি অংকন চাকমা, হিল উইমেন্স ফেডারেশনের খাগাড়াছড়ি জেলা শাখার দপ্তর সম্পাদক শিখা চাকমা, দিঘীনালা উপজেলা ভাইস চেয়ারম্যান সুপ্রিয় চাকমা, বোয়ালখালী মৌজার হেডম্যান ত্রিদিপ রায় পোমাং ও ত্রিপুরা স্টুডেন্ট ফোরামের দিঘীনালা উপজেলা শাখার অর্থ সম্পাদক মিঠুন ত্রিপুরাগণতান্ত্রিক যুব ফোরামের দিঘীনালা উপজেলা শাখার সাধারণ সম্পাদক আলো জীবন চাকমা সমাবেশ পরিচালনা করেন।
সমাবেশ থেকে বক্তারা ধর্ষণকারী পুলিশ কনস্টেবল মো: রাসেল রানার ফাঁসি, অবিলম্বে অটলটিলা পুলিশ ক্যাম্প প্রত্যাহার ও ধর্ষিতার উপযুক্ত ক্ষতিপূরণের দাবি জানান

অপরদিকে, বেলা ২:৩০টার সময় গুইমারা উচ্চ বিদ্যালয় গেট থেকে একটি বিক্ষোভ মিছিল শুরু হয়ে গুইমারা বাজার প্রদক্ষিণ করে গুইমারা প্রেস ক্লাবের সামনে গিয়ে শেষ হয়সেখানে অনুষ্ঠিত প্রতিবাদ সমাবেশে পাহাড়ি ছাত্র পরিষদের মাটিরাঙ্গা উপজেলা শাখার সভাপতি সুমন্ত ত্রিপুরার সভাপতিত্বে বক্তব্য রাখেন গণতান্ত্রিক যুব ফোরামের মাটিরাঙ্গা উপজেলা শাখার আহ্বায়ক পঞ্চসেন ত্রিপুরা, পাহাড়ি ছাত্র পরিষদের মাটিরাঙ্গা উপজেলা শাখার সাংগঠনিক সম্পাদক প্রবীর ত্রিপুরা, বাংলাদেশ ত্রিপুরা স্টুডেন্ট ফোরামের মাটিরাঙ্গা উপজেলা শাখার সাধারণ সম্পাদক নিপু ত্রিপুরা ও বাংলাদেশ সমাজতান্ত্রিক ছাত্র ফ্রন্টের মাটিরাঙ্গা উপজেলা শাখার সভাপতি যুগেশ ত্রিপুরাসমাবেশ পরিচালনা করেন পাহাড়ি ছাত্র পরিষদের মাটিরাঙ্গা উপজেলা শাখার দপ্তর সম্পাদক চিত্র জ্যোতি চাকমা
বক্তারা পার্বত্য চট্টগ্রামে নারী ধর্ষণ,নির্যাতনের ঘটনা বৃদ্ধিতে উদ্বেগ প্রকাশ করে বলেন, কোন জায়গায় পাহাড়ি নারীরা আজ নিরাপদ নয়গরু চরাতে গেলে, পানি আনতে গেলে, লাকড়ি আনতে গেলে কিংবা নিজ বাড়িতে পাহাড়ি নারীরা সেটলার ও আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যদের হাতে ধর্ষিত হচ্ছেআইন রক্ষাকারী পুলিশ সদস্য কর্তৃক যখন একজন নারী শিশু ধর্ষিত হয় তখন পাহাড়ি নারীরা কার কাছে নিরাপত্তা চাইবে?
বক্তারা ধর্ষণকারী পুলিশ সদস্য রাসেল রানার দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানান এবং এ ধরনের ঘটনা বন্ধে প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণের জন্য প্রশাসনের প্রতি আহ্বান জানান
উল্লেখ্য, গতকাল ২১ আগস্ট মঙ্গলবার বিকাল ২:৩০টার সময় দিঘীনালা উপলোর ৯ মাইল এলাকার অটল টিলা পুলিশ ক্যাম্পের পূর্ব পাশে গরু চরাতে গেলে কনস্টেবল রাসেল রানা উক্ত শিশুটিকে জোরপূর্বক ধর্ষণ করে। শিশুটি বর্তমানে খাগড়াছড়ি সদর হাসপাতালে চিকিৎসাধীন রয়েছে

———————

  • ব্যবহৃত ছবিটি ফেসবুক থেকে সংগৃহীত।
Print Friendly, PDF & Email

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.