পিসিপি’র কাউখালী থানা শাখার ১০ম কাউন্সিল সম্পন্ন
কাউখালী(রাঙামাটি) : ‘সুবিধাবাদী, দালাল,আপোষকামী ও প্রতিক্রিয়াশীলতার উর্ধ্বে থেকে পূর্ণস্বায়ত্তশাসনের পতাকাতলে ছাত্র সমাজ সমবেত হোন’ এই শ্লোগানকে সামনে রেখে বৃহত্তর পার্বত্য চট্টগ্রাম পাহাড়ি ছাত্র পরিষদ(পিসিপি) কাউখালী থানা শাখার ১০ম কাউন্সিল সম্পন্ন হয়েছে।
আজ ১৭ জুন শুক্রবার বেতবুনিয়ায় ইউপিডিএফ কার্যালয়ে কাউন্সিল উপলক্ষে আয়োজিত আলোচনা সভায় কংচাই মারমার সভাপতিত্বে ও নয়ন চাকমার সঞ্চালনায় বক্তব্য রাখেন পিসিপি রাঙামাটি জেলা শাখার সাধারন সম্পাদক কুনেন্টু চাকমা, গণতান্ত্রিক যুব ফোরামের কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক থুইক্যচিং মারমা, ইউপিডিএফ সংগঠক বাবলু চাকমা ও গণতান্ত্রিক যুব ফোরাম কাউখালী থানা শাখার সাধারন সম্পাদক অংচিং মারমা প্রমুখ।
পরে ক্যচিং মারমাকে সভাপতি, প্রজ্ঞা চাকমাকে সাধারণ সম্পাদক ও থুইনুমং মারমাকে সাংগঠনিক সম্পাদক করে ১৭ বিশিষ্ট নতুন কমিটি গঠন করা হয়। নতুন কমিটির সদস্য দের শপথ বাক্য পাঠ করান কুনেন্টু চাকমা। কাউন্সিল শেষে একটি র্যালি বের করা হয়।
—————–
সিএইচটি নিউজ ডটকম’র প্রচারিত কোন সংবাদ, তথ্য, ছবি ব্যবহারের প্রয়োজন দেখা দিলে যথাযথ সূত্র উল্লেখপূর্বক ব্যবহার করুন।