কাউখালী(রাঙামাটি) : “অধিকার আদায়ের লক্ষ্যে উন্নত চিন্তা-মতাদর্শে সুসজ্জিত হোন, নিজেদের দক্ষতা-যোগ্যতা আরো শাণিত করুন” এই শ্লোগানে বৃহত্তর পার্বত্য চট্টগ্রাম পাহাড়ি ছাত্র পরিষদ (পিসিপি) কাউখালী থানা শাখার ১১তম কাউন্সিল সম্পন্ন হয়েছে।
মঙ্গলবার (২১ মার্চ ২০১৭) কাউখালী উপজেলার বেতবুনিয়ার চৌধুরী পাড়ায় অনুষ্ঠিত কাউন্সিল অধিবেশনে পিসিপি’র কাউখালী থানা শাখার আহ্বায়ক প্রজ্ঞা চাকমার সভাপতিত্বে ও যুগ্ন-আহ্বায়ক নয়ন চাকমার সঞ্চালনায় বক্তব্য রাখেন, ইউনাইটেড পিপলস ডেমোক্রেটিক ফ্রন্ট (ইউপিডিএফ)-এর কাউখালী উপজেলা সংগঠক বাবলু চাকমা, পিসিপি কেন্দ্রীয় সাধারণ সম্পাদক অনিল চাকমা, রাঙামাটি জেলা শাখার সভাপতি কুনেন্টু চাকমা, গণতান্ত্রিক যুব ফোরাম (ডিওয়াইএফ)-এর কেন্দ্রীয় তথ্য প্রচার সম্পাদক রুপন মারমা, হিল উইমেন্স ফেডারেশন (এইচডব্লিউএফ) কাউখালী থানা শাখার সভাপতি কহেলী চাকমা। এতে স্বাগত বক্তব্য রাখেন পিসিপি’র কাউখালী থানা শাখার সদস্য সচিব থুইনুমং মারমা।
বক্তারা অভিযোগ করে বলেন স্বরাষ্ট্রমন্ত্রণালয়ের দমনমূলক অগণতান্ত্রিক ১১ নির্দেশনা জারির মাধ্যমে সেনাবাহিনী অন্যায়ভাবে ইউপিডিএফ ও তার সহযোগী সংগঠনসমূহের নেতা-কর্মীদের গ্রেফতার করছে। পার্বত্য চট্টগ্রামে ন্যায়সঙ্গত গণতান্ত্রিক আন্দোলনকে বাধাগ্রস্ত করতে নানা ষড়যন্ত্র অব্যাহত রেখেছে।
বক্তারা সরকারের সকল ষড়যন্ত্রের বিরুদ্ধে রুখে দাঁড়ানোর আহ্বান জানিয়ে ছাত্র সমাজের উদ্দেশ্যে বলেন, ছাত্র সমাজকেই উন্নত চিন্তাধারা ও মতাদর্শ লালন করে নিজের সুপ্তায়িত দক্ষতা, যোগ্যতাকে বর্শার ন্যায় শাণিত করে জাতীয় অস্তিত্ব রক্ষার সংগ্রামে অগ্রণী ভূমিকা রাখতে হবে। সরকারের জুম্ম জাতিসত্তা ধ্বংসের নীলনক্সা বাস্তবায়নকারীদের সামনে অগ্নি মূর্তির মত দাঁড়িয়ে সকল ষড়যন্ত্র নস্যাৎ করে দিতে হবে। অন্যথায় আমাদের জুম্ম জাতিসত্তাগুলো ধ্বংসের দিকে ধাবিত হবে।
বক্তারা স্বরাষ্ট্রমন্ত্রণালয়ের দমনমূলক অগণতান্ত্রিক ১১ নির্দেশনা বাতিলসহ জুম্ম নারী ধর্ষণ-হত্যা, ভূমি বেদখল ও জাতিসত্তা ধ্বংসের সকল ষড়যন্ত্র বন্ধ করার দাবি জানান।
পরে প্রজ্ঞা চাকমাকে সভাপতি, থুইনুমং মারমাকে সাধারন সম্পাদক এবং মিথুন চাকমাকে সাংগঠনিক সম্পাদক করে ২১ সদস্য বিশিষ্ট নতুন কমিটি গঠন করা হয়।
নতুন কমিটিকে শপথ বাক্য পাঠ পিসিপি’র কেন্দ্রীয় কমিটির সাধারণ সম্পাদক অনিল চাকমা।
——————–
সিএইচটি নিউজ ডটকম’র প্রচারিত কোন সংবাদ, তথ্য, ছবি ব্যবহারের প্রয়োজন দেখা দিলে যথাযথ সূত্র উল্লেখপূর্বক ব্যবহার করুন।