Sign in
Sign in
Recover your password.
A password will be e-mailed to you.
মাটিরাঙ্গা প্রতিনিধি
সিএইচটিনিউজ.কম
বৃহত্তর পার্বত্য চট্টগ্রাম পাহাড়ি ছাত্র পরিষদ(পিসিপি)-এর মাটিরাঙ্গা উপজেলার গোমতি ইউনিয়ন শাখা কমিটি গঠিত হয়েছে। ১৫ সদস্য বিশিষ্ট কমিটিতে প্রফুল ত্রিপুরাকে সভাপতি, যুব রাজ ত্রিপুরাকে সাধারণ সম্পাদক ও অমাই ত্রিপুরাকে সাংগঠনিক সম্পাদক নির্বাচিত করা হয়।
কমিটি গঠন উপলক্ষ্যে আজ ১৬ নভেম্বর শুক্রবার সকাল সাড়ে ১১টায় ঠাকারমনি কার্বারী পাড়ায় এ সভা অনুষ্ঠিত হয়। সভায় প্রফুল ত্রিপুরার সভাপতিত্বে বক্তব্য রাখেন পাহাড়ি ছাত্র পরিষদের খাগড়াছড়ি জেলা শাখার সহ সভাপতি হরি কমল ত্রিপুরা, গণতান্ত্রিক যুব ফোরামের মাটিরাঙ্গা উপজেলা শাখার আহ্বায়ক পঞ্চসেন ত্রিপুরা, পাহাড়ি ছাত্র পরিষদের মাটিরাঙ্গা উপজেলা শাখার সাংগঠনিক সম্পাদক প্রবীর ত্রিপুরা, সদস্য চাইথোয়াই মারমা, গুইমারা থানা শাখার সাধারন সম্পাদক চিত্রজ্যোতি চাকমা এবং ঠাকার মনি কার্বারী পাড়ার পাড়া প্রধান কুংসা কার্বারী। পাহাড়ি ছাত্র পরিষদের মাটিরাঙ্গা উপজেলা শাখার সদস্য রিয়েল ত্রিপুরা সভা পরিচালনা করেন।
সভায় বক্তারা পার্বত্য চট্টগ্রামের অধিকারহারা পাহাড়ি জনগণের ন্যায্য দাবি “পূর্ণস্বায়ত্তশাসন” প্রতিষ্ঠার লড়াই জোরদার করার লক্ষ্যে ছাত্র সমাজকে এগিয়ে আসার আহ্বান জানান।