পিসিপি’র জেলা সাংস্কৃতিক বিষয়ক সম্পাদক সুমন্ত চাকমা জামিনে মুক্ত
খাগড়াছড়ি : বৃহত্তর পার্বত্য চট্টগ্রাম পাহাড়ি ছাত্র পরিষদ (পিসিপি)-এর খাগড়াছড়ি জেলা শাখার শিল্প সাহিত্য ও সাংস্কৃতিক বিষয়ক সম্পাদক সুমন্ত চাকমা খাগড়াছড়ি জেলা কারাগার থেকে জামিনে মুক্তি পেয়েছেন। দীর্ঘ ৫ মাস কারাভোগের পর পিসিপি’র এই নেতা জামিনে মুক্তি লাভ করলেন।
গতকাল মঙ্গলবার (১০ অক্টোবর ২০১৭) খাগড়াছড়ি জেলা আদালতে জামিন মঞ্জুর হলে বিকাল সাড়ে ৫টায় তিনি কারাগার থেকে মুক্তি পান।
উল্লেখ্য, গত ২০ মে ২০১৭ মহালছড়ি জোনের সেনাবাহিনী রাতের আঁধারে সুমন্ত চাকমাকে নিজ বাড়ি থেকে অস্ত্র গুজিয়ে দিয়ে আটক করে মিথ্যা অস্ত্র মামলায় জড়িয়ে খাগড়াছড়ি জেলা কারাগারে প্রেরণ করা হয়।
কারাগার থেকে মুক্তি পাওয়ার পর সুমন্ত চাকমা নেতা-কর্মীদের সাথে সাক্ষাত করার সময় বলেন, “সেনাবাহিনী ষড়যন্ত্র করে রাতের আঁধারে বাড়ি ঘেরাও করে তাদের আনিত অস্ত্র গুজিয়ে দিয়ে মিথ্যা মামলায় দীর্ঘ ৫ মাস কারাবরণ করতে হয়েছে। জোনে নিয়ে গিয়ে আমাকে শারিরীক মানসিক নির্যাতন করেছে। সে জন্য আমি কোন ভীত নই। দেশ, জাতি ও সমাজ কল্যাণের জন্য আমি সকল পরিস্থিতি মোকাবেলা করতে প্রস্তুত।
তিনি আরো বলেন, পাহাড়িদের একটি অংশ আন্দোলনের নামে সরকার শাসক গোষ্ঠীর সাথে লেজুড় করে জাতিকে বিপথে পরিচালনা করার চেষ্টা চালিয়ে যাচ্ছে। তারা সরকারের এজেন্ডা বাস্তবায়ন করছে, সুতরাং সে বিষয়ে সকল নেতা-কর্মী ও জনসাধারণকে সজাগ থাকতে হবে এবং তাদেরকে চিহ্নিত করে জনগণের কাঠগড়ায় দাঁড় করিয়ে উপযুক্ত ব্যবস্থা গ্রহণ করতে হবে।
তিনি, শাসক গোষ্ঠীর সকল ষড়যন্ত্র উপেক্ষা করে শত প্রতিকূল পরিস্থিতি মোকাবেলা করে নিজেদেরকে সুসংগঠিত হয়ে আন্দোলন সংগ্রামে সামিল হতে ছাত্র সমাজের প্রতি আহ্বান জানান।
পিসিপি’র খাগড়াছড়ি জেলা শাখার দপ্তর সম্পাদক সমর চাকমা স্বাক্ষরিত প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
—————-
সিএইচটি নিউজ ডটকম’র প্রচারিত কোন সংবাদ, তথ্য, ছবি ব্যবহারের প্রয়োজন দেখা দিলে যথাযথ সূত্র উল্লেখপূর্বক ব্যবহার করুন।