পিসিপি’র তিন কেন্দ্রীয় নেতার মুক্তির দাবিতে কুদুকছড়িতে বিক্ষোভ সমাবেশ
রাঙামাটি : সেনাবাহিনী ও পুলিশ কর্তৃক অন্যায়ভাবে আটক পিসিপি’র কেন্দ্রীয় সহসভাপতি বিনয়ন চাকমা, সাধারণ সম্পাদক বিপুল চাকমা ও সাংগঠনিক সম্পাদক অনিল চাকমার মুক্তির দাবিতে রাঙামাটি সদর উপজেলার কুদুকছড়িতে বিক্ষোভ মিছিল ও রাঙামাটি- খাগড়াছড়ি সড়ক অবরোধ করে প্রতিবাদ সমাবেশ করেছে পিসিপির নেতাকর্মীরা।
গত শনিবার (৫ নভেম্বর) দুপুর ২টায় পাহাড়ি ছাত্র পরিষদ রাঙামাটি জেলা শাখার সভাপতি কুনেন্টু চাকমার সভাপতিত্বে এবং অর্থ সম্পাদক জয়ন্ত চাকমার সঞ্চালনায় অনুষ্ঠিত সমাবেশে বক্তব্য রাখেন গণতান্ত্রিক যুব ফোরামের কেন্দীয় কমিটির অর্থ সম্পাদক ধর্মসিং চাকমা, হিল উইমেন্স ফেডারেশনের রাংগামাটি জেলা শাখার সভাপতি মন্টি চাকমা ও পিসিপি রাঙামাটি জেলা শাখার সাংগঠনিক সম্পাদক কংজাই মারমা প্রমুখ।
সমাবেশের আগে মহাপুরুম উচ্চ বিদ্যালয় গেট থেকে একটি বিক্ষোভ মিছিল বের করা হয়। মিছিলটি কুদুকছড়ি বাজার ঘুরে ইউপিডিএফ কার্যালয়ে এসে শেষ হয়।
প্রতিবাদ সমাবেশে বক্তারা বলেন, গত ২৩ অক্টোবর গুরুতর অসুস্থ মায়ের সামনে থেকে রাজনৈতিক উদ্দেশ্যে চরম অমানবিকভাবে গ্রেফতারকৃত সাধারণ সম্পাদক বিপুল চাকমার মুক্তির দাবিতে বুধবার (২ নভেম্বর) বিকেল তিনটায় খাগড়াছড়ি স্বনির্ভরের ইউপিডিএফ কার্যালয়ে সংবাদ সম্মেলন শেষে পিসিপির কেন্দ্রীয় সহসভাপতি বিনয়ন চাকমা ও সাংগঠনিক সম্পাদক অনিল চাকমাকে আটক করে সেনাবাহিনী। পরে থানায় হস্তান্তর করে তাদেরকে মিথ্যা মামলায় গ্রেফতার দেখায় পুলিশ। এই গ্রেফতারের মাধ্যমে পাহাড়ে মানুষের অধিকার আদায়ের আন্দোলনের পথ বন্ধ করার ষড়যন্ত্র করা হচ্ছে।
বক্তারা অবিলম্বে অন্যায়ভাবে আটক পিসিপি নেতাদের মুক্তি দেয়ার দাবি জানিয়ে হুঁশিয়ারী উচ্চারণ করে বলেন, অন্যথায় পিসিপি আবারো কঠোর কর্মসূচি দিতে বাধ্য হবে।
সমাবেশ থেকে বক্তারা স্বরাষ্ট্রমন্ত্রণালয়ের জারিকৃত দমনমূলক অগণতান্ত্রিক ১১ নির্দেশনার মাধ্যমে পার্বত্য চট্টগ্রামে সেনাশাসনকে বৈধতা দেওয়া হয়েছে অভিযোগ করে অবিলম্বে তা বাতিলপূর্বক সুষ্ঠু গণতান্ত্রিক পরিবেশ ফিরিয়ে দেয়ার দাবি জানান।
————–
সিএইচটি নিউজ ডটকম’র প্রচারিত কোন সংবাদ, তথ্য, ছবি ব্যবহারের প্রয়োজন দেখা দিলে যথাযথ সূত্র উল্লেখপূর্বক ব্যবহার করুন।