পিসিপি’র বাঘাইছড়ি থানা শাখার কাউন্সিল কাল
সিএইচটিনিউজ.কম
বৃহত্তর পার্বত্য চট্টগ্রাম পাহাড়ি ছাত্র পরিষদ(পিসিপি) বাঘাইছড়ি থানা শাখার ৩য় কাউন্সিল আগামীকাল সোমবার (২৯ সেপ্টেম্বর ২০১৪) রাঙামাটির বাঘাইছড়ি উপজেলার রূপকারী মাঠে অনুষ্ঠিত হবে। দলীয় সংগীত ও দলীয় পতাকা উত্তোলনের মধ্য দিয়ে সকাল ১০টায় কাউন্সিলে প্রথম অধিবেশ শুরু হয়ে বেলা ২টা পর্যন্ত চলবে। এরপর বিকাল ৩টায় দ্বিতীয় অধিবেশন শুরু হয়ে নতুন কমিটি গঠনের মধ্য দিয়ে বিকাল ৫টায় কাউন্সিল অধিবেশন শেষ হবে।
কাউন্সিলের উদ্বোধনী অনুষ্ঠানে পিসিপি’র কেন্দ্রীয় নেতৃবৃন্দ সহ ইউপিডিএফ, গনতান্ত্রিক যুব ফোরাম, হিল উইমেন্স ফেডারেশন ও বাঘাইছড়ি উপজেলার জনপ্রতিনিধিরা বক্তব্য রাখবেন। অনুষ্ঠানে ৫ শতাধিক ছাত্র-ছাত্রীসহ এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত থাকবেন।
পিসিপি’র বাঘাইছড়ি থানা শাখার দপ্তর সম্পাদক সুমন চাকমা স্বাক্ষরিত এক প্রেস বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানানো হয়েছে।
————-
সিএইচটিনিউজ.কম’র প্রচারিত কোন সংবাদ, তথ্য, ছবি ব্যবহারের প্রয়োজন দেখা দিলে যথাযথ সূত্র উল্লেখপূর্বক ব্যবহার করুন।