পিসিপি’র মহালছড়ি থানা শাখার সভাপতি মেনন চাকমাকে আটক করেছে পুলিশ
মহালছড়ি : বৃহত্তর পার্বত্য চট্টগ্রাম পাহাড়ি ছাত্র পলিষদ(পিসিপি) এর মহালছড়ি থানা শাখার সভাপতি মেনন চাকমাকে আটক করেছে পুলিশ।
আজ মঙ্গলবার (৮ নভেম্বর) দুপুরে মহালছড়ি বাজার থেকে পুলিশ তাকে আটক করে। মেনন চাকমা মহালছড়ি উপজেলার মনাটেক গ্রামের প্রতি ময় চাকমার ছেলে।
খাগড়াছড়ি সদর থানার পুরোনো একটি মামলায় তাকে আটক করা হয়েছে বলে পুলিশ জানিয়েছে।
আটকের পর তাকে খাগড়াছড়িতে নেওয়া হয়েছে বলে জানা গেছে।
—————–
সিএইচটি নিউজ ডটকম’র প্রচারিত কোন সংবাদ, তথ্য, ছবি ব্যবহারের প্রয়োজন দেখা দিলে যথাযথ সূত্র উল্লেখপূর্বক ব্যবহার করুন।