পিসিপি’র মহালছড়ি থানা শাখার ৭ম কাউন্সিল সম্পন্ন
নিজস্ব প্রতিনিধি, মহালছড়ি : ” ভুমি সমস্যা সমাধানের নামে পার্বত্য চট্টগ্রামে বহিরাগতদের বৈধতা দেয়ার ষড়যন্ত্র বন্ধ কর” এই শ্লোগানকে সামনে রেখে বৃহত্তর পার্বত্য চট্টগ্রাম পাহাড়ি ছাত্র পরিষদ (পিসিপি) মহালছড়ি থানা শাখার ৭ম কাউন্সিল সম্পন্ন হয়েছে।
মঙ্গলবার (২৫ অক্টোবর) সকাল সাড়ে ১১টায় মনাটেক গ্রামে মেনন চাকমা’র সঞ্চালনায় পাহাড়ি ছাত্র পরিষদ মহালছড়ি উপজেলা শাখার সভাপতি সুমন্ত চাকমার সভাপতিত্বে এ কাউন্সিল অধিবেশন অনুষ্ঠিত হয়।
কাউন্সিলের প্রথম অধিবেশনের আলোচনা সভায় স্বাগত বক্তব্য রাখেন পাহাড়ি ছাত্র পরিষদ মহালছড়ি থানা শাখার সদস্য সোনায়ন চাকমা। অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন, ইউপিডিএফ এর মহালছড়ি ইউনিট এর সমন্বয়ক ওমান চাকমা, গণতান্ত্রিক যুব ফোরাম খাগড়াছড়ি জেলা শাখার সাধারণ সম্পাদক পলাশ চাকমা, পাহাড়ি ছাত্র পরিষদ কেন্দ্রীয় কমিটির সদস্য তপন চাকমা প্রমূখ। আলোচনা শুরুতে শোক প্রস্তাব পাঠ করেন পাহাড়ি ছাত্র পরিষদ মহালছড়ি থানা শাখার সদস্য অন্তরা চাকমা।
আলোচনায় বক্তারা পাহাড়ি ছাত্র পরিষদ এর কেন্দ্রীয় নেতা বিপুল চাকমাকে গ্রেপ্তারের তীব্র নিন্দা জানিয়ে বলেন, পাকিস্তানি হানাদার বাহিনী যেভাবে পূর্ব বাংলার জনগণের উপর নির্যাতন-নিপীড়ন, ধরপাকড় চালিয়েছিল তেমনি বর্তমানে পার্বত্য চট্টগ্রামেও একই কায়দায় নিপীড়ন-নির্যাতন চালানো হচ্ছে। অসুস্থ মায়ের সামনে থেকে অমানবিকভাবে পিসিপি নেতা বিপুল চাকমাকে গ্রেপ্তার তাই প্রমাণ করে। এই গেপ্তারের মাধ্যমে সরকারের ফ্যাসিবাদী চরিত্র আবারো উন্মোচিত হয়েছে।
তারা অবিলম্বে মিথ্যা মামলা প্রত্যাহার পূর্বক পিসিপির কেন্দ্রীয় নেতা বিপুল চাকমাকে নিঃশর্ত মুক্তি, অন্যায় ধরপাকড় বন্ধ করা ও স্বরাষ্ট্রমন্ত্রণালয়ের জারিকৃত অগণতান্ত্রিক ও দমনমূলক ১১ নির্দেশনা বাতিলের জোর দাবি জানান।
বক্তারা পার্বত্য ভুমি সমস্যা সমাধানের নামে সমতল থেকে নিয়ে আসা পুনর্বাসিত বাঙ্গালীদের বৈধতা দেয়ার ষড়যন্ত্র বন্ধ করার জন্য সরকারের প্রতি আহবান জানান।
কাউন্সিলের দ্বিতীয় অধিবেশনে মেনন চাকমাকে সভাপতি, রিংকু চাকমাকে সাধারণ সম্পাদক ও সুখময় চাকমাকে সাংগঠনিক সম্পাদক করে ১৯ সদস্য বিশিষ্ট মহালছড়ি উপজেলা শাখার নতুন কমিটি গঠন করা হয়। নব গঠিত কমিটির সদস্যদেরকে শপথ বাক্য পাঠ করান পাহাড়ি ছাত্র পরিষদ কেন্দ্রীয় কমিটির সদস্য তপন চাকমা।
—————
সিএইচটি নিউজ ডটকম’র প্রচারিত কোন সংবাদ, তথ্য, ছবি ব্যবহারের প্রয়োজন দেখা দিলে যথাযথ সূত্র উল্লেখপূর্বক ব্যবহার করুন।