সিএইচটিনিউজ.কম
মহালছড়ি(খাগড়াছড়ি) প্রতিনিধি : “পূর্ণ স্বায়ত্বশাসনই পার্বত্য চট্টগ্রামের একমাত্র সমাধান”- “তথাকথিত উন্নয়নের নামে পাহাড়ি উচ্ছেদের ষড়যন্ত্র বন্ধ কর, শাসক গোষ্ঠির জাতি ধ্বংসের নীল নক্সা ভেঙে দাও- ছাত্র সমাজ” শ্লোগানটি সামনে রেখে বৃহত্তর পার্বত্য চট্টগ্রাম পাহাড়ি ছাত্র পরিষদ মহালছড়ি সদর ইউনিয়ন শাখার ৩য় কাউন্সিল ও সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।
সোমবার (১৭ নভেম্বর) সকাল ১১টায় মহালছড়ি বালিকা উচ্চ বিদ্যালয়ে কাউন্সিলের ১ম অধিবেশনে পাহাড়ি ছাত্র পরিষদ মহালছড়ি কলেজ শাখার সাংগঠনিক সম্পাদক রিপন চাকমার সঞ্চালনায় পাহাড়ি ছাত্র পরিষদ মহালছড়ি উপজেলা শাখার সভাপতি তপন চাকমা’র সভাপতিত্বে এ কাউন্সিল ও সমাবেশ অনুষ্ঠিত হয়।
কাউন্সিল অধিবেশনে উপস্থিত থেকে বক্তব্য রাখেন পাহাড়ি ছাত্র পরিষদ খাগড়াছড়ি জেলা শাখার সভাপতি বিপুল চাকমা, গণতান্ত্রিক যুব ফোরাম, মহালছড়ি উপজেলা শাখার সভাপতি পলাশ চাকমা, হিল উইমেন্স ফেডারেশন মহালছড়ি উপজেলা শাখার সাংগঠনিক সম্পাদক রিংকি চাকমা ও পাহাড়ি ছাত্র পরিষদ মহালছড়ি কলেজ শাখার সাধারণ সম্পাদক রিংকু চাকমা প্রমূখ।
অনুষ্ঠানের ১ম অধিবেশন শেষে ২য় অধিবেশনে উজ্জল মারমাকে সভাপতি, সুখময় চাকমাকে সাধারণ সম্পাদক ও নববর্ষ চাকমাকে সাংগঠনিক সম্পাদক করে ১৭সদস্য বিশিষ্ট পিসিপি মহালছড়ি সদর ইউনিয়ন শাখার নতুন কমিটি গঠন করা হয়। নবনির্বাচিত কমিটির সদস্যদের শপথ বাক্য পাঠ করান পাহাড়ি ছাত্র পরিষদ খাগড়াছড়ি জেলা শাখার সভাপতি বিপুল চাকমা।
————–
সিএইচটিনিউজ.কম’র প্রচারিত কোন সংবাদ, তথ্য, ছবি ব্যবহারের প্রয়োজন দেখা দিলে যথাযথ সূত্র উল্লেখপূর্বক ব্যবহার করুন।