পিসিপি নেতা কুনেন্টু চাকমার নিঃশর্ত মুক্তির দাবিতে নান্যাচরে বিক্ষোভ

0
9

নান্যাচর : বৃহত্তর পার্বত্য চট্টগ্রাম পাহাড়ি ছাত্র পরিষদের কেন্দ্রীয় অর্থ সম্পাদক ও রাঙামাটি জেলা সভাপতি কুনেন্টু চাকমাকে গ্রেফতারের প্রতিবাদে ও তাঁর নিঃশর্ত মুক্তির দাবিতে নান্যাচরে বিক্ষোভ মিছিল করেছে গণতাতিন্ত্রক যুব ফোরম নান্যাচর থানা কমিটি।

আজ রবিবার (৩ ফেব্রুয়ারি) উপজেলার টিএন্ডটি বাজার এলাকায় মিছিল পরবর্তী অনুষ্ঠিত প্রতিবাদ সমাবেশে প্রিয়তন চাকমার সঞ্চালনায় বক্তব্য গণতান্ত্রিক যুব ফোরামের জেলা শাখার সদস্য সচিব নীলয় চাকমা ও রহিম চাকমা।

সমাবেশে বক্তারা বলেন, পার্বত্য চট্টগ্রামে পূর্ণস্বায়ত্তশাসনের দাবিতে চলমান ন্যায়সঙ্গত গণতান্ত্রিক আন্দোলনকে বাধাগ্রস্ত করতে সেনাবাহিনী একের পর এক মিথ্যা, বানোয়াট নাটক সাজিয়ে ইউপিডিএফ ও ইউপিডিএফভূক্ত সংগঠনসমূহের নেতা-কর্মীদের গ্রেফতার করছে। দেশের আইন ও সংবিধান অনুসারে গণতান্ত্রিক পন্থায় প্রত্যক নাগরিকের আন্দোলন করার অধিকার থাকলেও পার্বত্য চট্টগ্রামে অঘোষিত সেনাশাসন জারি রেখে সে অধিকারকে ভুলুণ্ঠিত করা হচ্ছে।

বক্তারা আরো বলেন, পার্বত্য চট্টগ্রামে অগণতান্ত্রিক ১১ নির্দেশনা জারির পর পাকিস্তানপন্থী কতিপয় প্রমোশনলোভী সেনা কর্মকর্তা রাতের অন্ধকারে জুম্ম রাজাকার সংস্কারবাদী জেএসএস সন্ত্রাসীদের সাথে নিয়ে সাধারণ জনগণের ঘরবাড়ি তল্লাশিসহ বিভিন্নভাবে হয়রানিসহ ত্রাসের রাজত্ব কায়েম করে রেখেছে। শাসকগোষ্ঠীর এই নিপীড়নের বিরুদ্ধে জনগণকে ঐক্যবদ্ধ হয়ে প্রতিবাদ-প্রতিরোধ গড়ে তুলতে হবে।

সমাবেশ থেকে বক্তারা অবিলম্বে কুনেন্টু চাকমাকে নিঃশর্ত মুক্তি ও তার বিরদ্ধে দায়েরকৃত সকল মিথ্যা মামলা প্রত্যাহারের দাবি জানান।

উল্লেখ্য, গতকাল শনিবার বিকালে রাঙামাটি সদর উপজেলার কুদুকছড়ি আবাসিক গ্রাম থেকে একদল সেনা সদস্য কুনেন্টু চাকমাকে গ্রেফতার করে।
——————
সিএইচটি নিউজ ডটকম’র প্রচারিত কোন সংবাদ, তথ্য, ছবি ব্যবহারের প্রয়োজন দেখা দিলে যথাযথ সূত্র উল্লেখপূর্বক ব্যবহার করুন।

Print Friendly, PDF & Email

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.