পিসিপি নেতা বিপুল চাকমার মুক্তির দাবিতে পানছড়িতে স্বতঃস্ফুর্তভাবে সকাল-সন্ধ্যা হরতাল পালিত

পানছড়ি: গত ২৩ অক্টোবর গুরুতর অসুস্থ মাকে চিকিৎসায় নেয়ার পথে পানছড়ি থানা পুলিশ কর্তৃক অমানবিকভাবে অসুস্থ মায়ের সামনে থেকে আটক পিসিপি’র কেন্দ্রীয় সাধারণ সম্পাদক বিপুল চাকমার মুক্তির দাবিতে এলাকাবাসীর ডাকে আজ বৃহস্পতিবার (৩ নভেম্বর) পানছড়ি উপজেলায় স্বতঃস্ফুর্তভাবে সকাল-সন্ধ্যা হরতাল পালিত হয়েছে।
হরতালের কারণে উপজেলার সকল যান চলাচল ও দোকানপাট বন্ধ ছিল। পানছড়ি উপজেলার জনগণ সরকারের অন্যায়ের প্রতিবাদে স্বতঃস্ফুর্তভাবে এ হরতালের প্রতি সমর্থন জানায়।
হরতাল সফল করায় চেঙ্গী ইউনিয়নের সাবেক মেম্বার পূর্ণচন্দ্র চাকমা সংবাদ মাধ্যমে প্রদত্ত এক বিবৃতিতে পানছড়ি উপজেলায় জীপ সমিতি, মালিক সমিতিসহ সকল ধরণের যানবাহন সমিতি এবং ছাত্র, শিক্ষক, বুদ্ধিজিবী, সরকারি-বেসরকারি প্রতিষ্ঠান ও সর্বস্তরের জনসাধারণের প্রতি ধন্যবাদ জানিয়েছেন।
তিনি বলেন, বিপুল চাকমা ও এর আগে পানছড়িতে সেনাবাহিনী কর্তৃক বেআইনিভাবে গ্রেফতারকৃত ৯ পিসিপি নেতা-কর্মীকে মুক্তি না দিলে আগামী ৭ নভেম্বর ২০১৬, সোমবার পানছড়ি উপজেলা পরিষদ কার্যালয়ে অবস্থান ধর্মঘট ও ইউএনও’র মাধ্যমে ডিসি’র নিকট স্মারকলিপি প্রদান করবে এলাকাবাসী।
বিবৃতিতে তিনি অবিলম্বে পিসিপি’র কেন্দ্রীয় নেতা বিপুল চাকমাসহ আটককৃতদের নিঃশর্ত মুক্তির দাবি জানান।
————–
সিএইচটি নিউজ ডটকম’র প্রচারিত কোন সংবাদ, তথ্য, ছবি ব্যবহারের প্রয়োজন দেখা দিলে যথাযথ সূত্র উল্লেখপূর্বক ব্যবহার করুন।