ঢাকা: জাতীয় মুক্তি কাউন্সিল সভাপতি বদরুদ্দীন উমর ও সম্পাদক ফয়জুল হাকিম এক বিবৃতিতে চট্টগ্রামে রাষ্ট্রীয় হেফাজতে আটক অবস্থায় পাহাড়ি ছাত্র পরিষদ নেতা রমেল চাকমার মৃত্যুতে তীব্র নিন্দা জানিয়ে বলেছেন, এই হত্যার সাথে জড়িতদের অবিলম্বে গ্রেফতার করতে হবে।
বিবৃতিতে নেতৃবৃন্দ বলেন, গত ৫ এপ্রিল রাঙ্গামাটি জেলার নানিয়াচর উপজেলা বাজার হতে এইচ.এস.সি পরীক্ষার্থী, পাহাড়ি ছাত্র পরিষদের নানিাচর উপজেলা সাধারণ সম্পাদক রমেল চাকমাকে সেনাবাহিনীর সদস্যরা আটক করে। এর পরবর্তীতে তাকে চট্টগ্রাম মেডিকেলে ভর্তি করা হয় ও সেখানে চিকিৎসাধীন অবস্থায় গত বুধবার রমেল চাকমা মৃত্যুবরণ করেন। এই মৃত্যু এক অস্বাভাবিক ঘটনা। রাষ্ট্রীয় হেফাজতে নির্যাতনের ফলেই তার মৃত্যু ঘটেছে।
বিবৃতিতে নেতৃবৃন্দ, পার্বত্য জেলাসমূহ হতে সেনাশাসন ও স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের ১১ দফা নির্দেশনা বাতিলের দাবি জানান।
———————–
সিএইচটি নিউজ ডটকম’র প্রচারিত কোন সংবাদ, তথ্য, ছবি ব্যবহারের প্রয়োজন দেখা দিলে যথাযথ সূত্র উল্লেখপূর্বক ব্যবহার করুন।