পোশাক শ্রমিক হত্যার প্রতিবাদে চবিতে গণতান্ত্রিক ছাত্র জোটের মশাল মিছিল

0

চবি প্রতিনিধি, সিএইচটি নিউজ
মঙ্গলবার, ৫ নভেম্বর ২০২৪ 

অভ্যুত্থান-পরবর্তী সময়ে ন্যায্য দাবির আন্দোলনে যৌথ বাহিনীর গুলিতে নিহত হন কাউসার নামের একজন পোশাকশ্রমিক। বুলেটবিদ্ধ আরেক শ্রমিক চম্পা সম্প্রতি মৃত্যুবরণ করেছেন। এই ঘটনার প্রতিবাদ জানিয়ে মশাল মিছিল ও সংহতি সমাবেশ করে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় গণতান্ত্রিক ছাত্র জোট। 

আজ মঙ্গলবার (৫ নভেম্বর ২০২৪) সন্ধ্যা ৬টায় জিরো পয়েন্ট থেকে মশাল মিছিলটি শুরু হয়ে শহীদ মিনার ঘুরে আবার জিরো পয়েন্টে এসে সংহতি সমাবেশের মাধ্যমে শেষ হয়।

সমাবেশে বিপ্লবী ছাত্র মৈত্রীর আহ্বায়ক জশদ জাকিরের সঞ্চালনায় বক্তব্য রাখেন গণতান্ত্রিক ছাত্র কাউন্সিলের সংগঠক ধ্রুব বড়ুয়া ও বৃহত্তর পার্বত্য চট্টগ্রাম পাহাড়ি ছাত্র পরিষদের সভাপতি রোনাল চাকমা। 


বক্তারা বলেন, জুলাই অভ্যুত্থানে ২৬ জন পোশাক শ্রমিক শহীদ হয়েছেন। অভ্যুত্থানের বদৌলতে দেশ স্বৈরাচারমুক্ত হয়েছে। কিন্তু এক মাস যেতে না যেতেই খুন হলেন দুইজন পোশাক শ্রমিক কাউসার ও চম্পা। এখানেই শেষ নয়। রাষ্ট্রের পোষ্য বাহিনীর গুলিতে নিহত শ্রমিকের এই তালিকা আরও দীর্ঘ। শ্রমিকের আন্দোলনও একদিনের নয়৷ স্বৈরাচারী আওয়ামী শাসনে বেতনভাতা, বকেয়া বেতন, বোনাস ও মাতৃত্বকালীন ছুটিসহ বিভিন্ন দাবিতে শ্রমিকেরা আন্দোলন করেছেন। প্রতিটি আন্দোলনে সরকার ও মালিক পুলিশ লেলিয়ে দিয়ে হত্যা করেছে শ্রমিকদের। অভ্যুত্থান-পরবর্তী সময়েও শ্রমিকদের প্রতিদিন ছাটাইয়ের ভয়ে এখনও কাজ করে যেতে হচ্ছে৷ শাসক যায়, শাসক আসে, কিন্তু শ্রমিকদের মৃত্যুমিছিল থামে না। বদলায় না তাদের জীবন। আমরা চাই না এই মিছিল, এই দুর্দশা আরও দীর্ঘ হোক।

তারা আরো বলেন, ২৬ জন পোশাক শ্রমিকের আত্মত্যাগের ফসল আজ আমরা ভোগ করছি। একজন মালিক সহজেই ট্যাক্স ফাঁকি দিতে পারে, কিন্তু একজন পোশাক শ্রমিক তার কাজে ফাঁকি দিতে পারে না। শ্রমিক দিনরাত কাজ করে যে সম্পদ তৈরী করে, তার থেকেই আমাদের বিশ্ববিদ্যালয়গুলোতে ট্যাক্সের টাকা আসে। এখানকার শিক্ষার্থীদের পড়ালেখা হয় সেই টাকায়। এখানকার শিক্ষক কর্মচারীদের বেতন হয় সেই টাকায়৷ আজ যখন তারা যৌক্তিক দাবিতে দাঁড়ানোর কারণে যৌথ বাহিনীর বুলেটের শিকার হচ্ছেন, তখন তাদের দাবির পক্ষে সমর্থন তৈরী করা আমাদের নৈতিক দায়িত্বের মধ্যে পড়ে৷ সেই দায়িত্বের বোধ থেকেই আমরা আজ এখানে দাঁড়িয়েছি। আপনাদেরও দাঁড়াতে আহ্বান করছি।’



This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. AcceptRead More