প্রসিত খীসাসহ ইউপিডিএফ নেতা-কর্মীদের বিরুদ্ধে মিথ্যা মামলা দুরভিসন্ধিমূলক : মাইকেল চাকমা
ইউনাইটেড পিপলস ডেমোক্রেটিক ফ্রন্ট (ইউপিডিএফ)-এর মুখপাত্র মাইকেল চাকমা আজ ১০ মে ২০১৮ বৃহস্পতিবার এক বিবৃতিতে মন্টি-দয়াসোনা’র অপহরণকারী দাগী আসামী তপন জ্যোতি চাকমা ও সন্ত্রাসের মদদদাতা শক্তিমান চাকমা হত্যাকাণ্ডের সাথে ইউপিডিএফ সভাপতি প্রসিত বিকাশ খীসাসহ দলের নেতা-কর্মী-সমর্থকদের জড়িত করে ষড়যন্ত্রমূলক মিথ্যা মামলার বিরুদ্ধে তীব্র প্রতিবাদ ও ক্ষোভ প্রকাশ করেন এবং অবিলম্বে মামলা প্রত্যাহারের দাবি জানান।
 উক্ত হত্যাকাণ্ডের সাথে ইউপিডিএফ-এর কোন নেতাকর্মী কোনভাবে সংশ্লিষ্ট নয় দাবি করে তিনি আরো বলেন, পার্বত্য চট্টগ্রামের জনগণের ন্যায্য অধিকার আদায়ের আন্দোলনে নেতৃত্বদানকারী শক্তিকে দুর্বল করতে দুরভিসন্ধিমূলকভাবে ইউপিডিএফ-এর নেতাকর্মীদের বিরুদ্ধে উক্ত মামলা দায়ের করা হয়েছে। ইদানিং বিরোধীপক্ষকে ঘায়েল করার লক্ষ্যে সংশ্লিষ্টতার কোন আলামত না থাকলেও নির্দেশদাতা হিসেবেও মামলা করতে দেখা যাচ্ছে, যা আইনের শাসনের পরিপন্থী।
উক্ত হত্যাকাণ্ডের সাথে ইউপিডিএফ-এর কোন নেতাকর্মী কোনভাবে সংশ্লিষ্ট নয় দাবি করে তিনি আরো বলেন, পার্বত্য চট্টগ্রামের জনগণের ন্যায্য অধিকার আদায়ের আন্দোলনে নেতৃত্বদানকারী শক্তিকে দুর্বল করতে দুরভিসন্ধিমূলকভাবে ইউপিডিএফ-এর নেতাকর্মীদের বিরুদ্ধে উক্ত মামলা দায়ের করা হয়েছে। ইদানিং বিরোধীপক্ষকে ঘায়েল করার লক্ষ্যে সংশ্লিষ্টতার কোন আলামত না থাকলেও নির্দেশদাতা হিসেবেও মামলা করতে দেখা যাচ্ছে, যা আইনের শাসনের পরিপন্থী।
চাঞ্চল্যকর মন্টি-দয়াসোনা অপহরণে সরাসরি তপন জ্যোতি বর্মার নেতৃত্ব ও শক্তিমানের সংশ্লিষ্টতার বিষয়টি মুক্তির পরে সংবাদ সম্মেলনে প্রদত্ত মন্টি-দয়াসোনা’র বয়ান থেকে প্রমাণিত উল্লেখ করে ইউপিডিএফ মুখপাত্র বর্মা ও শক্তিমান চাকমার হত্যাকা-ের সুষ্ঠু, নিরপেক্ষ ও স্বচ্ছ তদন্ত এবং ইউপিডিএফ নেতা-কর্মীসহ নিরপরাধ লোকজনকে হয়রানি না করারও দাবি জানান।
বিবৃতিতে ইউপিডিএফ মুখপাত্র সেনা সৃষ্ট নব্যমুখোশবাহিনীর হাতে মিঠুনসহ একের পর এক খুন, অপহরণ ও অরাজকতায় সরকার-প্রশাসন পদক্ষেপ না নিলেও পার্বত্য চট্টগ্রামের বিক্ষুব্ধ ছাত্র-যুব-জনতার সাথে দেশের সমতলের গণতান্ত্রিক শক্তিও একাত্ম হয়েছে বলে জানান এবং ‘বর্মা-শক্তিমানের’ রহস্যজনক হত্যাকা-কে জনগণের ন্যায়সঙ্গত প্রতিবাদ বিক্ষোভ দমনের হাতিয়ার হিসেবে ব্যবহারের পরিণাম কখনই শুভ হবে না বলে মন্তব্য করেন। এতে পার্বত্য চট্টগ্রামের পরিস্থিতি আরো বেশী অস্থিতিশীল হয়ে উঠলে তার দায়-দায়িত্ব সম্পূর্ণ সরকার-প্রশাসনের ওপর বর্তাবে বলে মত প্রকাশ করেন।
——————-
সিএইচটিনিউজ ডটকম’র প্রচারিত কোন সংবাদ, তথ্য, ছবি ব্যবহারের প্রয়োজন দেখা দিলে যথাযথ সূত্র উল্লেখপূর্বক ব্যবহার করুন।
