খাগড়াছড়ি : “পার্বত্য চট্টগ্রামে শিক্ষার্থীদের প্রতি অবিচার বন্ধ, সকল শিক্ষার্থীর সাংবিধানিক স্বীকৃতির অধিকার নিশ্চিতকরণ এবং শিক্ষা মন্ত্রাণালয় কর্তৃক জারিকৃত অগণতান্ত্রিক সার্কুলার প্রত্যাহারের দাবিতে বৃহত্তর পার্বত্য চট্টগ্রাম পাহাড়ি ছাত্র পরিষদ (পিসিপি)-এর ডাকে খাগড়াছড়িতে সমাবেশ শুরু হযেছে।
সকাল থেকে প্রাকৃতিক প্রতিকুলতা ও তমুল ঝড়-বৃষ্টিও দমাতে পারেনি অকূতোভয় পিসিপি নেতা-কর্মীদের। খাগড়াছড়ি সদরসহ বিভিন্ন উপজেলার স্কুল ও কলেজের শত শত ছাত্র-ছাত্রী একের পর এক মিছিল নিয়ে স্রোতের মতো সরকারের ফ্যাসীবাদী শাসন-শোষণের বিরুদ্ধে নানা স্লোগান দিতে দিতে স্বনির্ভরস্থ সমাবেশস্থলের দিকে আসতে থাকে। সকাল ১১টার মধ্যে স্বনির্ভর বাজারের চৌরাস্তা মোড় কানায় কানায় পূর্ণ হয়ে যায়। স্লোগানে স্লোগানে কেঁপে ওঠে গোটা এলাকা। এরপর সোয়া এগারটার দিকে সমাবেশ শুরু হয়ে এখনো চলছে।
________
সিএইচটি নিউজ ডটকম’র প্রচারিত কোন সংবাদ, তথ্য, ছবি ব্যবহারের প্রয়োজন দেখা দিলে যথাযথ সূত্র উল্লেখপূর্বক ব্যবহার করুন