ফলন ভালো হওয়ায় আশায় বুক বাঁধছেন খাগড়াছড়ির ভুট্টাচাষিরা!
খাগড়াছড়ি সদর উপজেলার কৃষি সম্প্রসারণ কর্মকর্তা ওঙ্কার বিশ্বাস জানান, কৃষি সম্প্রসারণ বিভাগ ভুট্টাচাষিদের শুধু চাষাবাদ সংক্রান্ত তথ্য ও পরামর্শ দিয়ে থাকে। এর বাইরে চাষিদের কোনো ধরনের সাহায্য করতে পারেন না। তিনি আরও জানান, ভুট্টার চাষে কৃষকদের খুব সতর্ক থাকতে হয়। প্রতিবছর একই জমিতে ভুট্টার চাষ হলে ধীরে ধীরে ফলন কমতে থাকে। মাটির উর্বরতা শক্তি কমে যায়। তাই একই জমিতে প্রতিবছর ভুট্টার চাষ না করে দু-এক বছর অন্তর করলে কাঙ্ক্ষিত ফলন পাওয়া যাবে।