বগাছড়ির ক্ষতিগ্রস্তদের জন্য ত্রাণ উত্তোলনে সন্তু গ্রুপের বাধা
সিএইচটি নিউজ.কম
চট্টগ্রাম: রাঙামাটির বগাছড়িতে সেটলার হামলায় ক্ষতিগ্রস্তদের জন্য ত্রাণ সামগ্রী উত্তোলনে বাধা দিয়েছে জনসংহতি সমিতির সন্তু গ্রুপের লোকজন।
গতকাল শুক্রবার চট্টগ্রামে অধ্যয়নরত পাহাড়ি ছাত্রছাত্রীরা বন্দরস্থ ব্যারিস্টার কলেজ এলাকায় ত্রাণ তুলতে গেলে সন্তু গ্রুপের মদদপুষ্ট সন্ত্রাসী সুমন, সুগাম ও বাবুসহ আরো কয়েকজন বাধা দেয়। এ নিয়ে তাদের মধ্যে প্রচণ্ড বাকবিতণ্ডা হয় এবং এক পর্যায়ে সন্তু গ্রুপের সন্ত্রাসীরা ছাত্রছাত্রীদের হুমকী দেয়।
কেন হামলার শিকার অসহায় মানুষদের জন্য ত্রাণ উত্তোলনে বাধা দিচ্ছে এই প্রশ্ন করা হলে সন্তু গ্র“পের সন্ত্রাসীরা কোন সদুত্তর দিতে পারেনি। তারা কেবল বলেছে ‘এখানে (ব্যারিস্টার কলেজ এলাকা) ত্রাণ তোলা যাবে না।’
তবে ছাত্রছাত্রীরা গতকাল বন্দরের বিভিন্ন এলাকায় ত্রাণ তুলেছে। আজকেও তোলা হবে বলে তারা জানিয়েছে।
ত্রাণ উত্তোলনকারীদের একজন জানান, তারা গতকাল ১৫-২০ জন ছাত্রছাত্রী বগাছড়ির ক্ষতিগ্রস্ত পরিবারগুলোর কাছে বিতরণের জন্য বন্দরস্থ সাধারণ পাহাড়িদের কাছ থেকে ত্রাণ উত্তোলন করছিলেন। কিন্তু জেএসএস-এর লোকজন এতে অন্যায়ভাবে বাধা দেয়। তবে তাদের ত্রাণ উত্তোলন কার্যক্রম ব্যারিস্টার কলেজ বিভিন্ন এলাকায় অব্যাহত থাকবে বলে তিনি জানান।
অপর একজন প্রশ্ন করে বলেন, ‘ব্যারিস্টার কলেজ এলাকা কি তাদের (সন্তু গ্র“পের) জমিদারী যে সেখানে লোকজনের কাছ থেকে ত্রাণ উত্তোলন করা যাবে না? তারা অনেক বাড়াবাড়ি করছে। আমরা অনেক সহ্য করেছি। আর না, আর সহ্য করা হবে না।’
তিনি বলেন, যেখানে এ ধরনের ভালো কাজে তাদের সহযোগিতা দেয়ার কথা, উৎসাহ দেয়ার কথা, সেখানে কিনা তারা বাধা দিচ্ছে, এ অত্যন্ত দুঃখজনক। তাদের এ ধরনের ফ্যাসিস্ট মানসিকতা ও আচরণেরই জন্যই বোধ হয় ভ্রাতৃঘাতী সংঘাত হচ্ছে।
—————-
সিএইচটিনিউজ.কম’র প্রচারিত কোন সংবাদ, তথ্য, ছবি ব্যবহারের প্রয়োজন দেখা দিলে যথাযথ সূত্র উল্লেখপূর্বক ব্যবহার করুন।