বন্দুকভাঙায় দুই ব্যক্তির বাড়িতে সেনাবাহিনীর তল্লাশি

0


বন্দুকভাঙা প্রতিনিধি, সিএইচটি নিউজ

শুক্রবার, ২৮ নভেম্বর ২০২৫

রাঙামাটি সদর উপজেলার বন্দুকভাঙা ইউনিয়নে সেনাবাহিনী দুই ব্যক্তির বাড়িতে তল্লাশি চালিয়েছে বলে খবর পাওয়া গেছে।

ভুক্তভোগীরা হলেন- অরুণ জ্যোতি চাকমা (৩৭), পিতা- শ্যামল চাকমা ও লক্ষীন্দ্র চাকমা (৬০), পিতা- মৃত পত্তৌ চাকমা। তারা উভয়ে বন্দুকভাঙা ইউনিয়নের ৯নং ওয়ার্ডের দিমুখ্যাছড়া গ্রামের বাসিন্দা।

জানা যায়, গতকাল (২৭ নভেম্বর) লংগদু মাইনী জোনের সেনাবাহিনীর একটি দল বন্দুকভাঙা ইউনিয়নের দ্বিমূখ্যাছড়ায় গিয়ে অবস্থান নেয়। সেখান থেকে আজ (২৮ নভেম্বর) সকালে তারা ইঞ্জিনচালিত বোট যোগে বামে ত্রিপুরাছড়ায় যায়।

এরপর সেখান থেকে সেনারা আবার দ্বিমূখ্যাছড়া হয়ে কাট্টলী মৌনে যাওয়ার পথে “অবৈধ অস্ত্র” খোঁজার নামে উক্ত দুই ব্যক্তির বাড়ির দরজা ভেঙে প্রবেশ করে তল্লাশি চালিয়ে জিনিসপত্র তছনছ করে দেয় বলে অভিযোগ পাওয়া গেছে।

বিনা কারণে সেনাদের এমন তল্লাশির ঘটনায় স্থানীয়রা ক্ষোভ প্রকাশ করেছেন।  

এদিকে, হরিনাথ ছড়া স্কুলে অবস্থান করা সেনাদের মধ্য থেকে একটি দল সাবেক্ষং হয়ে বামে শৈলেশ্বরী ঘুরে পুনরায় হরিনাথ ছড়া স্কুলে গিয়ে থলচাপ বিহারে (কুটির)- এ যায়।

অপরদিকে, থলচাপে অবস্থান করা সেনাদের মধ্য থেকে ১২ জনের একটি দল মধ্য হাড়িকাবায় টহল দিয়ে আবার থলচাপের দিকে রওনা দেয় বলে জানা গেছে।

এছাড়া সর্বদক্ষিণে ঢেবাছড়া মৌন স্কুলে অবস্থান করা সেনা দলটি আজ যমচুগ যাওয়ার তথ্য পাওয়া গেলেও শেষ পর্যন্ত তারা যায়নি। তবে সেখানে অবস্থান করা সেনাদের পুরো দলটি আগামীকাল (২৯ নভেম্বর) কুড়ামারা স্কুলে যেতে পারে বলে স্থানীয়রা ধারণা করছেন।

লংগদুর মাইনী জোনের কমান্ডার লেফটেন্যান্ট কর্নেল নূর মোরশেদ ও টু-আইসি মেজর ফেরদৌস চলমান অপারেশন পরিচালনা করছেন বলে জানা গেছে।



This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. AcceptRead More