বরকলে সন্তু গ্রুপ কর্তৃক চার গ্রামবাসী অপহৃত
রাঙামাটি প্রতিনিধি, সিএইচটিনিউজ.কম
রাঙামাটির বরকল উপজেলার মাইচছড়ি থেকে জেএসএস সন্তু গ্রুপ কর্তৃক চার গ্রামবাসীকে অপহরণের খবর পাওয়া গেছে। অপহৃতরা হলেন মাইসছড়ি গ্রামের রম চাকমার ছেলে মুক্ত কিশোর চাকমা(৪৫), বুদ্ধিধন চাকমার ছেলে সুভাষ মিত্র চাকমা (৪০) ও সুমতি চাকমা এবং রবিচন্দ্র চাকমার ছেলে ধন চাকমা (৩৬)।
জানা যায়, সন্তু গ্রুপের সশস্ত্র সন্ত্রাসীরা গতকাল ২৫ মার্চ রবিবার রাতে মাইসছড়ি এলাকায় হানা দেয়। এ সময় তারা মাইসছড়ি গ্রাম থেকে উপরোক্ত চার গ্রামাসীকে অপহরণ করে নিয়ে যায়। আজ পর্যন্ত তাদেরকে ছেড়ে দেয়া হয়নি।
ইউনাইটেড পিপল্স ডেমোক্রেটিক ফ্রন্ট (ইউপিডিএফ)-এর রাঙামাটি জেলা সংগঠক সচল চাকমা এক বিবৃতিতে এ ঘটনার তীব্র নিন্দা জানান এবং অবিলম্বে অপহৃত গ্রামবাসীদের উদ্ধারের দাবি জানিয়েছেন।