বর্মাছড়িতে বিহারের জমিতে সেনা ক্যাম্প স্থাপনের প্রতিবাদে নান্যাচরে পোস্টারিং

নান্যচর প্রতিনিধি, সিএইচটি নিউজ
সোমবার, ২৭ অক্টোবর ২০২৫
খাগড়াছড়ির লক্ষীছড়ি উপজেলার বর্মাছড়িতে আর্য কল্যাণ বনবিহার ও স্থানীয় জনগণের জমি দখল করে অবৈধভাবে সেনা ক্যাম্প স্থাপনের প্রতিবাদে রাঙামাটির নান্যাচর উপজেলার বিভিন্নস্থানে উপাসক-উপাসিকা পরিষদ’র উদ্যোগে হাতে লেখা পোস্টারিং করা হয়েছে।
আজ সোমবার (২৭ অক্টোবর ২০২৫) নান্যাচর উপজেলা সদর, মাষ্টর পাড়া, নান্যচর মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয়, টিএন্ডটি বাজার, নান্যাচর কলেজ, পাতাছড়ি, বড়পুল পাড়া, দক্ষিণ মরাচেঙী ও বাকছড়ি মুখসহ বিভিন্ন গুরুত্বপূর্নস্থানে পোষ্টারিং করা হয়।


বিভিন্ন স্থানে সাঁটানো পোস্টাগুলোতে শ্লোগান হিসেবে লেখা ছিল- “বর্মাছড়িতে বিহারের জমিতে সেনা ক্যাম্প মানি না; বর্মাছড়িতে বনবিহার ধ্বংসের ষড়যন্ত্র রুখো;বিহার ধ্বংস করতে সেনা ক্যাম্প; চলো, চলো, বিহার রক্ষা করতে বর্মাছড়ি চলো; সেনাবাহিনী: বর্মাছড়ি বিহার ছেড়ে চলে যাও; বর্মাছড়িতে সেনা ক্যাম্প বুদ্ধ ধর্মের ওপর আঘাত” ইত্যাদি।


পোষ্টারিংয়ে অংশগ্রহণকারীরা বলেন, বৌদ্ধ ধর্মীয় প্রতিষ্ঠান ও স্থানীয় জনগণের জমি দখল করে সেনা ক্যাম্প স্থাপন ধর্মীয় স্বাধীনতা ও মৌলিক অধিকারের পরিপন্থী। তারা অবিলম্বে আর্য কল্যাণ বনবিহারের জায়গায় ক্যাম্প স্থাপনের কার্যক্রম বন্ধ ও দখলকৃত জমি ফেরত দেওয়ার দাবি জানান।
এদিকে এ রিপোর্ট লেখার সময় খবর পাওয়া গেছে, নান্যাচর উপজেলা সদর এলাকায় সাঁটানো পোস্টারগুলো ছিঁড়ে দেওয়া হয়েছে। তবে কারা ছিঁড়ে দিয়েছে তা নির্দিষ্টভাবে জানা না গেলেও স্থানীয়রা ‘সেনাবাহিনীর লোকজন’ পোস্টারগুলো ছিঁড়ে দিতে পারে বলে ধারণা করছেন।

সিএইচটি নিউজে প্রকাশিত প্রচারিত কোন সংবাদ, তথ্য, ছবি ,ভিডিও, কনটেন্ট ব্যবহার করতে হলে কপিরাইট আইন অনুসরণ করে ব্যবহার করুন।
