বর্মাছড়িতে ব্যাপক সেনা অভিযানের আশঙ্কা

বর্মাছড়ি প্রতিনিধি, সিএইচটি নিউজ
রবিবার, ৯ নভেম্বর ২০২৫
খাগড়াছড়ির লক্ষীছড়ি উপজেলার বর্মাছড়ি এলাকায় ব্যাপক সেনা অভিযানের আশঙ্কা করা হচ্ছে।
জানা গেছে, গতকাল শনিবার (৮ নভেম্বর) রাতে ও আজ রবিবার (৯ নভেম্বর) ভোরে সেনাবাহিনীর ৩০টি গাড়ি লক্ষীছড়ি জোনে পৌঁছেছে। এর মধ্যে অফিসারের গাড়ি রয়েছে ৬টি। এছাড়া সাথে ৪টি এম্বুলেন্সও রয়েছে বলে জানা গেছে।
উক্ত গাড়িগুলোতে আসা সেনা সদস্যরা বর্তমানে লক্ষীছড়ি জোনে অবস্থান করছে এবং জোনের আশে-পাশে ঘোরাফেরা করছে।
শোনা যাচ্ছে, লক্ষীছড়ি সেনা জোনে বর্তমানে চট্টগ্রামের চব্বিশ পদাতিক ডিভিশনের জিওসি অবস্থান করছে। তবে তার সত্যতা যাচাই করা সম্ভব হয়নি।
নির্ভরযোগ্য একটি সূত্রে জানা গেছে, আজ (রবিবার) রাতে সেনারা ৪টি গ্রুপে বিভক্ত হয়ে বর্মাছড়ি, হুদুকছড়িসহ বিভিন্ন জায়গায় অভিযান চালাতে পারে। তাদের প্রত্যেক গ্রুপের সাথে একজন করে ঠ্যাঙাড়ে সদস্য থাকবে।
অপরদিকে, গত ৬ নভেম্বর থেকে খিরাম ক্যাম্প কমান্ডার মেজর সাইফুর রহমান তুর্য-এর নেতৃত্বে ২০-২৫ জন সেনা সদস্য রিজার্ভ পাড়া গ্রামের সুমতি কুমার চাকমার বাড়ির পাশের আম বাগানে তাঁবু খাটিয়ে অবস্থান করছে এবং সেখান থেকে এলাকায় টহল অভিযান পরিচালনা করছে।
উল্লেখ্য, গত কিছুদিন আগে সেনাবাহিনীর একটি দল বর্মাছড়ি আর্যকল্যাণ বনবিহার ও স্থানীয়দের জমি দখল করে ক্যাম্প স্থাপনের প্রচেষ্টা চালিয়েছিল।
এলাকার জনগণের প্রতিবাদের কারণে সেখানে ক্যাম্প স্থাপনের সিদ্ধান্ত থেকে সরে গেলেও সেনাবাহিনীর সদস্যরা বিভিন্ন স্থানে অবস্থান নিয়েছে।
সিএইচটি নিউজে প্রকাশিত প্রচারিত কোন সংবাদ, তথ্য, ছবি ,ভিডিও, কনটেন্ট ব্যবহার করতে হলে কপিরাইট আইন অনুসরণ করে ব্যবহার করুন।
