বহিরাগতদের প্রবেশ নিষিদ্ধ করে খাগড়াছড়ি সরকারি কলেজ কর্তৃপক্ষের বিজ্ঞপ্তি জারি

0
19

Khg college biggoptiকলেজ প্রতিবেদক, খাগড়াছড়ি : কলেজের আইন-শৃঙ্খলা রক্ষা ও শিক্ষার সুষ্ঠু পরিবেশের স্বার্থে বহিরাগতদের প্রবেশ ও যাতায়াত সম্পর্ণ নিষিদ্ধ ঘোষণাসহ কয়েকটি শর্ত আরোপ করে বিজ্ঞপ্তি জারি করেছে খাগড়াছড়ি সরকারি কলেজ কর্তৃপক্ষ।

বিজ্ঞপ্তিতে আরো যেসব শর্ত আরোপ হয়েছে সেগুলো হচ্ছে- প্রত্যেক ছাত্র-ছাত্রীকে আইডি কার্ড সঙ্গে নিয়ে কলেজ ক্যাম্পাসে প্রবেশ করতে হবে; আইডি কার্ড ঝুলিয়ে প্রদর্শন করতে হবে; উচ্চ মাধ্যমিক শ্রেণীর কোন ছাত্র-ছাত্রী ইউনিফর্ম ছাড়া কলেজে প্রবেশ করতে পারবে না; কোন ছাত্র-ছাত্রী মোবাইল সঙ্গে আনতে পারবে না; শিক্ষা উপকরণ ছাড়া অন্য কোন সামগ্রী সঙ্গে রাখা যাবে না।

বিজ্ঞপ্তিতে উপরোক্ত সিদ্ধান্ত প্রতিপালন করার জন্য কলেজের সকল ছাত্র-ছাত্রীদের প্রতি নির্দেশ প্রদান করা হয়েছে।

উল্লেখ্য, গত ২৭ মার্চ কলেজ ক্যাম্পাসে দুই পাহাড়ি ছাত্রকে সেটলার ছাত্ররা মারধর করলে পাহাড়ি ও সেটলার ছাত্রদের মধ্যে ধাওয়া-পাল্টা ধাওয়ার ঘটনা ঘটে। উক্ত ঘটনার পরই ২৮.০৩.১৭ এই বিজ্ঞপ্তি জারি করা হয়।
——————-

সিএইচটি নিউজ ডটকম’র প্রচারিত কোন সংবাদ, তথ্য, ছবি ব্যবহারের প্রয়োজন দেখা দিলে যথাযথ সূত্র উল্লেখপূর্বক ব্যবহার করুন।

Print Friendly, PDF & Email

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.