অন্য মিডিয়া থেকে
বাংলাদেশ সেনাবাহিনীর একমাত্র কাজ শোষণ করা – ড. শহীদুল আলম
[ দৃকের পরিচালক ড. শহীদুল আলম জার্মান বেতার ডয়চে ভেলের সাথে এক সাক্ষাতকারে কল্পনা চাকমার অপহরণ ও বাংলাদেশ সেনাবাহিনীর ভূমিকা নিয়ে নানা প্রশ্ন তুলেছেন। ডিডব্লিউ‘র ব্লগওয়াচে প্রকাশিত সাক্ষাতকারভিত্তিক প্রতিবেদনটি কল্পনা চাকমা সম্পর্কিত হওয়ায় গুরুত্ব বিবেচনা করে এখানে হুবহু প্রকাশ করা হলো-সম্পাদক ]
সৌজন্যে: ডিডব্লিউ