‘বাংলার পাশাপাশি অরক্ষিত ভাষার সংরক্ষণ দরকার’ : সুনয়ন চাকমা

0
20
ছবি: জাগো নিউজের সৌজন্যে

অনলাইন ডেস্ক ।। বাংলার পাশাপাশি বিলুপ্তপ্রায় ও অরক্ষিত ভাষার সংরক্ষণ দরকার। এ জন্য প্রাথমিক পর্যন্ত যে ছয়টি অরক্ষিত ভাষার বই চালু করার কথা রয়েছে তা বাস্তবায়ন ও মাতৃভাষা ইনস্টিটিউট ভাষাগুলো সংরক্ষণ করবে এমনটাই প্রত্যাশা করে বৃহত্তম পার্বত্য চট্টগ্রাম পাহাড়ি ছাত্র পরিষদ।

আন্তার্জাতিক মাতৃভাষা দিবসে সোমবার (২১ ফেব্রুয়ারি) প্রভাত ফেরিতে ভাষাশহীদদের প্রতি শ্রদ্ধা জানাতে এসে এ কথাই বলেন সংগঠনটির সভাপতি সুনয়ন চাকমা।

সুনয়ন চাকমা বলেন, আন্তার্জাতিক মাতৃভাষা দিবস বাঙালি জাতির জন্য অনেক বড় অর্জন। বিশ্বে ভাষার জন্য কোনো জাতি জীবন দিয়ে থাকলে সেটি একমাত্র বাঙালি জাতি। তাই বাংলার পাশাপাশি বিশ্বের বিলুপ্তপ্রায় ও অরক্ষিত যত ভাষা রয়েছে সেগুলো যেন বিকাশ হতে পারে। সেইসঙ্গে এসব ভাষার সংরক্ষণ দরকার।

তিনি বলেন, একুশের চেতনা কেবল বাংলাকে নয়, এর পাশাপাশি সেসব মাতৃভাষা রয়েছে সেগুলোর বিকাশে ভূমিকা রাখা। মাতৃভাষায় যাতে প্রাথমিক পর্যন্ত শিক্ষাব্যবস্থা চালু করার কথা থাকলেও সেটি এখনো হয়নি। ছয়টি ভাষায় এটা চালু হওয়ার কথা ছিল।

সুনয়ন বলেন, আজকের এ দিনে আমি সবাইকে আহ্বান জানাবো বাংলার পাশাপাশি অন্যান্য মাতৃভাষার বিকাশেও ভূমিকা রাখতে।

এসময় সংগঠনের পক্ষ থেকে কেবল পাঁচটি ভাষা নয়, সব জাতিসত্তার মাতৃভাষায় প্রাথমিক শিক্ষালাভের অধিকারসহ শিক্ষাসংক্রান্ত পাঁচ দফা বাস্তবায়ন করার দাবি জানানো হয়।

সূত্র: জাগো নিউজ২৪


সিএইচটি নিউজে প্রকাশিত প্রচারিত কোন সংবাদ, তথ্য, ছবি ,ভিডিও, কনটেন্ট ব্যবহার করতে হলে কপিরাইট আইন অনুসরণ করে ব্যবহার করুন।


সিএইচটি নিউজের ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করুন

Print Friendly, PDF & Email

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.