
বাঘাইছড়ি প্রতিনিধি।। রাঙামাটির বাঘাইছড়ি উপজেলায় পাহাড়ি ছাত্র পরিষদ ও গণতান্ত্রিক যুব ফোরামের ডাকা অর্ধদিবস সড়ক ও নৌপথ অবরোধ শুরু হযেছে। আজ বুধবার (১৬ জুন) সকাল ৬টা থেকে এ অবরোধ শুরু হয়। চলবে দুপুর ১২টা পর্যন্ত।
গতকাল (মঙ্গলবার) সাজেকের মাচলংয়ে সিন্দুকছড়ির পক্ষীমুড়োতে ভূমি বেদখল ও এক জুম্ম গ্রামবাসীর বাড়ি ভেঙে দেয়ার বিরুদ্ধে আয়োজিত এক প্রতিবাদ সমাবেশ থেকে সেনাবাহিনী পিসিপি’র সাজেক থানার সভাপতি রুপায়ন চাকমাকে আটক করে। পরে তাকে বাঘাইছড়ি থানায় হস্তান্তর করা হয়। এর প্রতিবাদে ও রুপায়ন চাকমার মুক্তির দাবিতে পিসিপি ও যুব ফোরাম যৌথভাবে আজকের অবরোধ কর্মসূচির ডাক দিয়েছে।
এদিকে, অবরোধ কর্মসুচিকে ঘিরে উপজেলায় আইন-শৃঙ্খলা বাহিনীর টহল জোরদার করা হয়েছে।
সিএইচটি নিউজে প্রকাশিত প্রচারিত কোন সংবাদ, তথ্য, ছবি ,ভিডিও, কনটেন্ট ব্যবহার করতে হলে কপিরাইট আইন অনুসরণ করে ব্যবহার করুন।