বাঘাইছড়িতে এসএসসি ও এইচএসসি উত্তীর্ণ শিক্ষার্থীদের পিসিপি’র সর্বধনা

0
81

বাঘাইছড়ি প্রতিনিধি, সিএইচটি নিউজ
মঙ্গলবার, ১৪ ফেব্রুয়ারি ২০২৩

সংবর্ধনা অনুষ্ঠানে অংশগ্রহণকারীরা

রাঙামাটির বাঘাইছড়ি উপজেলায় ২০২২ সালে এসএসসি ও ২০২৩ সালে এইচএসসি পরীক্ষায় উত্তীর্ণ শিক্ষার্থীদের সংবর্ধনা দিয়েছে বৃহত্তর পার্বত্য পার্বত্য চট্টগ্রাম পাহাড়ি ছাত্র পরিষদ (পিসিপি) বাঘাইছড়ি উপজেলা শাখা।

আজ মঙ্গলবার (১৪ ফেব্রুয়ারি ২০২৩) সকাল ১০টায় সাজেক ইউনিয়নের গঙ্গারাম এলাকায় এই সংবর্ধনা অনুষ্ঠানের আয়োজন করা হয়।

অনুষ্ঠান শুরুতে সকল শহীদদের প্রতি সম্মান জানিয়ে দাঁড়িয়ে এক মিনিট নিরবতা পালন করা হয়। এরপর ‘আমরা করবো জয়’ গানটি বাজিয়ে অনুষ্ঠানের মূল পর্ব শুরু করা হয়।

সংবর্ধনা অনুষ্ঠানে নিউটন চাকমার সঞ্চালনায় উপস্থিত কৃতি শিক্ষার্থীদের স্বাগত জানিয়ে বক্তব্য রাখেন বৃহত্তর পার্বত্য চট্টগ্রাম পাহাড়ি ছাত্র পরিষদ পিসিপি রাঙ্গামাটি জেলা শাখার সাংগঠনিক সম্পাদক রুপায়ন চাকমা।

এতে অন্যান্যের মধ্যে আরো বক্তব্য রাখেন, ইউপিডিএফ’র কেন্দ্রীয় সদস্য সচিব চাকমা, বাঘাইছড়ি ইউনিটের সংগঠক অক্ষয় চাকমা ও গণতান্ত্রিক যুব ফোরামের সাজেক থানা শাখার সভাপতি কালো বরন চাকমা।

শিক্ষার্থীদের মধ্য থেকে তাদের অনুভূতি জানিয়ে বক্তব্য রাখেন বক্তব্য রাখেন এইচএসসি পরীক্ষায় উত্তীর্ণ শিক্ষার্থী সুরেন চাকমা ও এসএসসি পরীক্ষায় উত্তীর্ণ শিক্ষার্থী রুমানা চাকমা।

অনুষ্ঠানে সাজেক ইউনিয়নের জনপ্রতিনিধি ও কার্বারী এসোসিয়েশনের সদস্য বৃন্দ ও বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষকবৃন্দ উপস্থিত ছিলেন।

অনুষ্ঠানে বাঘাইছড়ি ও সাজেক ইউনিয়ন থেকে এসএসসি ও এইচএসসিতে উত্তীর্ণ ৮৬ জন ছাত্র-ছাত্রীকে সংবর্ধিত করা হয়।

অনুষ্ঠান শুরুতে শহীদদের প্রতি সম্মান জানিয়ে এক মিনিট নিরবতা পালন হয়।

সংবর্ধনা অনুষ্ঠানে ইউপিডিএফ নেতা সচিব চাকমা বলেন, শিক্ষা জাতির মেরুদন্ড, শিক্ষা ছাড়া দুনিয়ার সব কিছু অন্ধকার। তিনি উপস্থিত শিক্ষার্থীদের উদ্দেশ্য বলেন, লেখা-পড়ার পাশাপাশি খেলাধুলা ও সামাজিক শৃঙ্খলার দিকেও সবাইকে নজর দিতে হবে। সমাজ ও জাতিকে সামনে এগিয়ে নেয়ার জন্য ছাত্র সমাজকেই অগ্রণী ভূমিকা পালন করতে হবে।

তিনি আরো বলেন, পার্বত্য চট্টগ্রামের জুম্ম জাতি আজ চরম হুমকির মুখে পড়েছে। এখানে জাতিগত দমন-পীড়ন চলছে। ভূমি বেদখল, নারী নির্যাতনের ঘটনা অহরহ ঘটে চলেছে। এর বিরুদ্ধেও ছাত্র সমাজকে সোচ্চার হতে হবে। এসব অন্যায়-অবিচারের বিরুদ্ধে রাজনৈতিকভাবে সচেতন হয়ে ঐক্যবদ্ধভাবে ছাত্র সমাজকে রুখে দাঁড়াতে হবে।


সিএইচটি নিউজে প্রকাশিত প্রচারিত কোন সংবাদ, তথ্য, ছবি ,ভিডিও, কনটেন্ট ব্যবহার করতে হলে কপিরাইট আইন অনুসরণ করে ব্যবহার করুন।


সিএইচটি নিউজের ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করুন

Print Friendly, PDF & Email

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.