বাঘাইছড়িতে গণতান্ত্রিক যুব ফোরামের ২ দশকপূর্তি উপলক্ষে আলোচনা সভা

0

বাঘাইছড়ি প্রতিনিধি ।। গণতান্ত্রিক যুব ফোরাম প্রতিষ্ঠার ২ দশকপূর্তি উপলক্ষে রাঙামাটির বাঘাইছড়িতে আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।

আজ ৫ এপ্রিল ২০২২, মঙ্গলবার সংগঠনটির বাঘাইছড়ি উপজেলা শাখা এই আলোচনা সভার আয়োজন করে।

সভায় গণতান্ত্রিক যুব ফোরামের বাঘাইছড়ি উপজেলা শাখার সভাপতি রত্নজ্যোতি চাকমার সভাপতিত্বে ও বিরো চাকমার সঞ্চালনায় বক্তব্য রাখেন ইউপিডিএফের কেন্দ্রীয় সদস্য সচিব চাকমা ও সংগঠক মংগ্রী মারমা।

ইউপিডিএফ কেন্দ্রীয় নেতা সচিব চাকমা আলোচনায় বলেন, পার্বত্য চট্টগ্রামে বর্তমান কঠিন পরিস্থতির মধ্যে গণতান্ত্রিক যুব ফোরামের ২ দশকপুর্তি পালিত হচ্ছে। গণতান্ত্রিক যুব ফোরাম শুধু একটি সংগঠন নয়, এটি যুব সমাজের ঐক্যবদ্ধ হওয়ার একটি প্লাটফরম। পার্বত্য চট্টগ্রামে পূর্ণস্বায়ত্তশাসনের যে সংগ্রাম চলছে এই সংগ্রামকে চূড়ান্ত লক্ষ্যে নিয়ে যাওয়ার জন্য ‍যুবকদেরকেই এগিয়ে আসতে হবে এবং সংগঠন ও পার্টির হাল ধরতে হবে।

তিনি আরো বলেন, শাসকগোষ্ঠি পার্বত্য চট্টগ্রামকে তিলে তিলে ধ্বংসের দ্বারপ্রান্তে নিয়ে যাচ্ছে। এখানে যে প্রতিরোধ সংগ্রাম ছিল ‘৯৭ সালে জেএসএস’র সাথে চুক্তির মাধ্যমে তাও ধ্বংস করে দেয়া হয়েছে। এখন ইউপিডএফ’র নেতৃত্বে পরিচালিত গণআন্দোলনকেও নস্যাত করে দিতে নানা ষড়যন্ত্র চালানো হচ্ছে। ইউপিডএফসহ সহযোগী সংগঠনগুলোর ওপর নিষ্ঠুর দমন-পীড়ন চালিয়ে চলমান পূর্ণস্বায়ত্তশাসনের আন্দোলনকেও ধ্বংস করে দিতে চাইছে শাসকগোষ্ঠি। কিন্তু আমাদের আর পিছনে যাবার সুযোগ নেই। যতই দমন-পীড়ন, খুন, গুম করা হোক না কেন আমাদেরকে সংগ্রাম চালিয়ে যেতে হবে। যুব সমাজ যদি ঐক্যবদ্ধ হয়, যুব সমাজ যদি আন্দোলনে সামিল হয় তাহলেই আমরা আন্দোলনকে এগিয়ে নিতে পারবো। তিনি জাতীয় অস্তিত্ব রক্ষায় পূর্ণস্বায়ত্তশাসন প্রতিষ্ঠার আন্দোলনে সামিল হতে যুব সমাজের প্রতি উদাত্ত আহ্বান জানান।

সভায় সভাপতির বক্তব্যে রত্নজোতি চাকমা শাসকগোষ্ঠির অন্যায় দমন-পীড়নের বিরুদ্ধে যুব সমাজকে ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান জানান। তিনি বলেন, শত দমন পীড়নের মধ্যেও গণতান্ত্রিক যুব ফোরাম আন্দোলন চালিয়ে যাচ্ছে। এই ২০ বছরে অনেক নেতা-কর্মী খুন, গুম, গ্রেফতার, নিপীড়নের শিকার হলেও যুব ফোরাম ভূমি বেদখল, অন্যায় নিপীড়নের বিরুদ্ধে অবিরামভাবে সংগ্রাম করে এসেছে। আগামীতেও ইউপিডিএফের নেতৃত্বে গণতান্ত্রিক যুব ফোরাম সকল ষড়যন্ত্র মোকাবেলা করে আন্দোলন এগিয়ে নিতে প্রস্তুত রয়েছে।


সিএইচটি নিউজে প্রকাশিত প্রচারিত কোন সংবাদ, তথ্য, ছবি ,ভিডিও, কনটেন্ট ব্যবহার করতে হলে কপিরাইট আইন অনুসরণ করে ব্যবহার করুন।


সিএইচটি নিউজের ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করুন

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. AcceptRead More