বাঘাইছড়ির বঙ্গলতলীতে ৪ গ্রামবাসীর বাড়িতে সেনাবাহিনীর তল্লাশি!

বাঘাইছড়ি প্রতিনিধি, সিএইচটি নিউজ
সোমবার, ৩ নভেম্বর ২০২৫
রাঙামাটির বাঘাইছড়ি উপজেলার ৩৫নং বঙ্গলতলী ইউনিয়নের উত্তর বঙ্গলতলী মিঠু কার্বারি পাড়া ও উত্তর বি ব্লকের রবিশংকর কার্বারি পাড়া এলাকায় চার গ্রামবাসীর বাড়িতে সেনাবাহিনী হয়রানিমূলক তল্লাশি চালিয়েছে বলে খবর পাওয়া গেছে।
আজ সোমবার (৩ নভেম্বর ২০২৫) ভোর ৪:১৫টার সময় এ তল্লাশির ঘটনা ঘটে।
জানা যায়, গতকাল রবিবার (২ নভেম্বর) বেলা ১:৩০টায় বাঘাইহাট সেনা জোন থেকে ৪টি সেনা পিকআপে করে একদল সেনা সদস্য করেঙ্গাতলী ক্যাম্পে এসে অবস্থান নেয়। পরে রাত ১০:৩০টার সময় আরো ৪টি পিকআপে করে আরেক দল সেনাসদস্য করেঙ্গাতলী ক্যাম্পে এসে যোগ দেয়।
এরপর আজ সোমবার (৩ নভেম্বর) ভোর ৪:১৫টায় সেনারা করেঙ্গাতলী ক্যাম্প থেকে উত্তর বঙ্গলতলী এলাকায় গিয়ে গ্রামবাসীদের ঘরবাড়ি ও দোকানে হয়রানিমূলক তল্লাশি চালায়।
যাদের বাড়িতে তল্লাশি চালানো হয় তারা হলেন- ১. রিটন চাকমা (২৮), পিতা- লব মনি চাকমা, গ্রাম মিঠু কার্বারি পাড়া, উত্তর বঙ্গলতলী, বাঘাইছড়ি, রাঙামাটি (তার বাড়ি ও দোকানে তল্লাশি চালায়); ২. হান্নোরাম চাকমা (৬০), পিতা- মৃত বৃগুধর চাকমা, গ্রাম- নিক্কো কার্বারি পাড়া, উত্তর বঙ্গলতলী, বাঘাইছড়ি, রাঙামাটি; ৩. পুষ্পকান্তি চাকমা (৩৬), পিতা- মৃত বাচ্চা চাকমা, গ্রাম- রবিশংকর কার্বারি পাড়া, উত্তর বঙ্গলতলী, বাঘাইছড়ি, রাঙামাটি ও ৪. স্বপন কুমার চাকমা (৫৭), পিতা- অজ্ঞাত, গ্রাম- রবিশংকর কার্বারি পাড়া, উত্তর বঙ্গলতলী, বাঘাইছড়ি, রাঙামাটি।
সেনারা তাদের বাড়িতে প্রবেশ করে তন্নতন্ন করে তল্লাশি চালায়। তল্লাশিকালে সেনারা জিজ্ঞাসা করে “বাড়িতে নাকি ইউপিডিএফের সরঞ্জাম রাখা হয়েছে এবং দোকানে ইউপিডিএফের প্রয়োজনীয় বাজার রাখা হয়েছে সেগুলো কোথায়?”
তল্লাশি শেষে সেনারা উত্তর বঙ্গলতলী সরকারি প্রাথমিক বিদ্যালয় ও মধ্যম বঙ্গলতলী সরকারি প্রাথমিক বিদ্যালয়ে দুটি গ্রুপে বিভক্ত হয়ে অবস্থান নিয়েছে।
সেনাদের এমন তল্লাশি ও অবস্থানের ফলে বর্তমানে ঐ এলাকায় জনমনে আতঙ্ক দেখা দিয়েছে।
এদিকে, সেনারা বিদ্যালয়ে অবস্থান নেয়ায় কোমলমতি শিক্ষার্থীদের স্কুলে যাওয়া নিয়ে অভিভাবকরা অনিশ্চয়তার মধ্যে রয়েছেন।
সিএইচটি নিউজে প্রকাশিত প্রচারিত কোন সংবাদ, তথ্য, ছবি ,ভিডিও, কনটেন্ট ব্যবহার করতে হলে কপিরাইট আইন অনুসরণ করে ব্যবহার করুন।
