বাঘাইছড়ি প্রতিনিধি : রাঙামাটির বাঘাইছড়ি উপজেলার বঙ্গলতলী ইউনিয়নের ঝগড়াবিল গ্রামের নিজ বাড়ি থেকে আজ শুক্রবার সকালে অপহৃত মুলায়ন চাকমা(২০)-কে ছেড়ে দিয়েছে জেএসএস সংস্কারপন্থীরা।
অপহরণের ৭ ঘন্টা পর বিকাল সাড়ে ৫টার দিকে তাকে ছেড়ে দেওয়া হয় বলে জানা গেছে।
তার অপহরণের ঘটনা নিয়ে সিএইচটি নিউজে খবর প্রকাশিত হয়। এছাড়া অপহরণ ঘটনায় নিন্দা ও প্রতিবাদ জানিয়ে সংবাদ মাধ্যমে বিবৃতি দিয়েছেন ইউপিডিএফ’র রাঙামাটি জেলা ইউনিটের সংগঠক সচল চাকমা ও গণতান্ত্রিক যুব ফোরাম নেতা ধর্মশিং চাকমা।
উল্লেখ্য, আজ সকাল সোয়া দশটায় একদল সংস্কারপন্থী অস্ত্রের মুখে নিজ বাড়ি থেকে মুলায়ন চাকমাকে অপহরণ করে নিয়ে যায়। জানা গেছে, তিনি ঢাকায় এক ফ্যাক্টরিতে চাকরি করেন। পরিবারের লোকজনের সাাথে বিঝু পালনের ঢাকা থেকে বাড়িতে এসেছিলেন।
—————–
সিএইচটি নিউজ ডটকম’র প্রচারিত কোন সংবাদ, তথ্য, ছবি ব্যবহারের প্রয়োজন দেখা দিলে যথাযথ সূত্র উল্লেখপূর্বক ব্যবহার করুন।