বাঘাইছড়ি : রাঙামাটির বাঘাইছড়িতে ইউপিডিএফ-এর ১৯তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে নানা কর্মসূচি পালন করা হয়েছে। কর্মসূচির মধ্যে রয়েছে বারিবিন্দু ঘাট ও করেঙাতলী ঘাটে বিনা পয়সায় ঘাট পারাপার, বিভিন্ন স্থানে পার্টি পতাকা উত্তোলন, ফেস্টুন টাঙানো, দেওয়াল লিখন ইত্যাদি।
প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে বাঘাইছড়ি পৌর এলাকা, রূপকারি, বঙলতলি, সাজেক পর্যটনসহ বিভিন্ন এলাকায় পোস্টারিং ও ফেস্টুন টাঙানো হয়েছে।
এদিকে, সকাল ১০টার সময় করেঙাতলী ক্যাম্প থেকে একদল সেনা সদস্য বঙ্গলতলী এলাকায় লাগানো পোস্টার ও ফেস্টুন ছিঁড়ে দেয় বলে জানা গেছে।
ইউপিডিএফ-এর বাঘাইছড়ি উপজেলা সংগঠক জুয়েল চাকমা সেনা সদস্য কর্তৃক পোস্টার, ফেস্টুন ছিঁড়ে দেয়াকে গণতান্ত্রিক অধিকারের উপর নগ্ন হস্তক্ষেপ উল্লেখ করে এর নিন্দা ও প্রতিবাদ জানিয়েছেন।
—————-
সিএইচটিনিউজ.কম’র প্রচারিত কোন সংবাদ, তথ্য, ছবি ব্যবহারের প্রয়োজন দেখা দিলে যথাযথ সূত্র উল্লেখপূর্বক ব্যবহার করুন।