বাঘাইছড়ি প্রতিনিধি : রাঙামাটির বাঘাইছড়িতে বিক্রমাদিত্য চাকমা (৪১) নামে এক ব্যক্তিকে আটক করেছে সেনাবাহিনী। তিনি বঙ্গলতলী ইউপি’র ৭নং ওয়ার্ডের ডাঙ্গাছড়া গ্রামের মৃত সুনীল কুমার চাকমার ছেলে।
জানা যায়, গতকাল সোমবার (১৯ নভেম্বর) রাত আনুমানিক ১২টার সময় ডাঙ্গাছড়ায় নতুন স্থাপিত সেনা ক্যাম্পর কমাণ্ডার ওয়ারেন্ট অফিসার(সুবেদার) রাজ্জাক এর নেতৃত্বে একদল সেনা সদস্য নিজ বাড়ি থেকে বিক্রমাদিত্য চাকমাকে আটক করে করেঙাতলী ক্যাম্পে নিয়ে যায়। পরে রাত ২টার দিকে তাকে বাঘাইহাট জোনে নিয়ে যাওয়া হয়।
এরপর ভোর রাত ৪টার দিকে তাকে বাঘাইছড়ি থানায় হস্তান্তর করা হয় বলে জানা গেছে।
মঙ্গলবার সকাল ১১টায় এ রিপোর্ট লেখা পর্যন্ত তাকে ছেড়ে দেওয়া হয়নি।
—————————–
সিএইচটি নিউজ ডটকম’র প্রচারিত কোন সংবাদ, তথ্য, ছবি ব্যবহারের প্রয়োজন দেখা দিলে যথাযথ সূত্র উল্লেখপূর্বক ব্যবহার করুন।