বাঘাইছড়িতে ঐক্যের দাবিতে এলাকাবাসীর সমাবেশ

0
77

বাঘাইছড়ি প্রতিনিধি।। রাঙামাটির জেলার বাঘাইছড়ি এলাকাবাসীর উদ্যোগে আজ সোমবার (২১ সেপ্টেম্বর) ঐক্যের দাবিতে সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।

সমাবেশে সভাপতিত্ব করেন বঙ্গলতলী গ্রামের কার্বারি প্রভূ রঞ্জন চাকমা ও সঞ্চালনা করেন সুশান্ত চাকমা। এতে আরও বক্তব্য রাখেন উত্তর বঙ্গলতলী গ্রামের ডাঃ সন্তোষ কুমার চাকমা, হাগালাছড়া গ্রামের কার্বারি নাগর প্রসাদ চাকমা, বঙ্গলতলী গ্রামের মুরুব্বি তাতুল ময় চাকমা।

সমাবেশ থেকে বক্তারা ভ্রাতৃঘাতি সংঘাত বন্ধ করে ঐক্য হওয়ার জন্য জুম্ম দলগুলোর প্রতি আহ্বান জানিয়েছেন।

তারা বলেছেন, বাঘাইছড়ি উপজেলায় নতুন করে সেটলার পুনর্বাসনের পরিকল্পনা করা হচ্ছে বলে আমরা জানতে পারছি। ভ্রাতৃঘাতি সংঘাত জিইয়ে থাকলে সরকারের এ ধরনের জুম্ম ধ্বংসের পরিকল্পনার বিরুদ্ধে আমরা একসাথে দাঁড়াতে পারবো না।

বক্তারা আরো বলেন, ভ্রাতৃঘাতি সংঘাতের কারণে চোখের সামনে থেকে অনেক আপনজনকে আমরা হারিয়েছি। আগামীতে যদি এই সংঘাত চলমান থাকে তাহলে আমরা আরও অনেক ক্ষতির সম্মুখীন হবো। সময় এসেছে সংঘাত পরিহার করে ঐক্যবদ্ধ হয়ে সরকারের ষড়যন্ত্রের বিরুদ্ধে রুখে দাঁড়ানোর।

সমাবেশ থেকে বক্তারা নতুন করে সংঘাত বাঁধিয়ে দিতে যে ষড়যন্ত্র চালানো হচ্ছে তা বন্ধ করার জন্য সরকার ও সংশ্লিষ্টদের প্রতি আহ্বান জানান।

একই সাথে বক্তারা সরকারের ষড়যন্ত্রের ফাঁদে পা না দিতে আঞ্চলিক দলগুলোর প্রতি আহ্বান জানিয়েছেন।

Print Friendly, PDF & Email

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.