বাঘাইছড়িতে কাল শুক্রবার একদিনের জন্য অবরোধ প্রত্যাহার

0
6

সিএইচটিনিউজ.কম
Rangamatiবাঘাইছড়ি(রাঙামাটি) : বাঘাইছড়িতে গত ৩১ মে থেকে চলা অনির্দিষ্টকালের সড়ক ও নৌ পথ অবরোধ আগামীকাল ৬ জুন শুক্রবার একদিনের জন্য প্রত্যাহার করা হয়েছে।

তদেকমারা কিজিঙে বুদ্ধমূর্তি ও বৌদ্ধ ভাবনা কুটির নির্মাণে সেনা-প্রশাসনের বাধাদানের প্রতিবাদে তদেকমারা কিজিঙ উপাসক উপাসিকা পরিষদ ও এলাকাবাসী এ অবরোধ কর্মসূচি পালন করছে।

প্রশাসন কর্তৃক দাবি মানা না হলে শনিবার হতে আবারো টানা অবরোধ পালনের ঘোষণা দিয়েছে আন্দোলনকারীরা।

এদিকে, উদ্ভুত সমস্যার উপযুক্ত সমাধান চেয়ে আজ বৃহস্পতিবার বাঘাইছড়িবাসী এলাকাবাসীর পক্ষে পাহাড়ি-বাঙালী, সরকারী-বেসরকারী চাকুরীজীবী, জনপ্রতিনিধি, সাংবাদিক, রাজনৈতিক কর্মি, ছাত্র-ছাত্রী, নারী-পুরুষ, শ্রমিক-কূষকসহ সকল শ্রেণী-পেশার তিন হাজারের অধিক লোকজনের স্বাক্ষরিত একটি দরখাস্ত বাঘাইছড়ি উপজেলা নির্বাহী অফিসারের নিকট জমা দেয়া হয়েছে। এরই প্রেক্ষিতে আগামী রবিবার উপজেলা নির্বাহী কর্মকর্তা এক বৈঠক ডেকেছেন বলে জানা গেছে।

Print Friendly, PDF & Email

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.