বাঘাইছড়ি॥ রাঙামাটির মারিশ্যায় তিন কিলো নামক স্থানে স্থানীয় গ্রামবাসীরা প্রতিরোধ গড়ে তুললে সংস্কারবাদী গ্রুপের কমপক্ষে দুই জন সশস্ত্র সদস্য নিহত হয়েছে বলে বিশ্বস্ত সূত্রে জানা গেছে।
আজ বুধবার সকাল ৬:২০টায় এ ঘটনা ঘটে। যে জায়গায় প্রতিরোধের ঘটনা ঘটেছে সেটি বাঘাইছড়ি উপজেলা সদর থেকে তিন কিলোমিটার পশ্চিমে দীঘিনালা-মারিশ্যা সড়কের পাশে।
ঘটনার পর পরই সেখানে সেনাবাহিনী ও বিজিবি মোতায়েন করা হয়েছে।
ইতিপূর্বে গত ১৭ এপ্রিল মারিশ্যার রূপকারী ইউনিয়নের বালুখালিতে স্থানীয় জনগণ একইভাবে প্রতিরোধ গড়ে তুললে সংস্কারবাদীরা ঐ এলাকা ছেড়ে পালিয়ে মারিশ্যা সদরের কাছাকাছি এলাকায় আশ্রয় নিতে বাধ্য হয়েছিল। এ সময় সংস্কারবাদীদের দুই সশস্ত্র সদস্য আহত হন।
জুম্ম রাজাকার হিসেবে চিহ্নিত ও ধিকৃত সংস্কারবাদীরা এখন যেখানে যাচ্ছে সেখানে জনগণের প্রতিরোধের সম্মুখীন হচ্ছে। এ কারণে তাদের মধ্যে বর্তমানে চরম হতাশা বিরাজ করছে।
ইতিমধ্যে বেশ কয়েক জন দল ত্যাগ করে ইউপিডিএফের সাথে সমঝোতা করে স্বাভাবিক জীবনে ফিরে এসেছেন। অনেকে নিষ্ক্রিয় হয়ে সংস্কারবাদী-নিয়ন্ত্রিত এলাকায় বাড়িতে বসবাস করছেন বলেও জানা গেছে।
——————–
সিএইচটি নিউজ ডটকম’র প্রচারিত কোন সংবাদ, তথ্য, ছবি ব্যবহারের প্রয়োজন দেখা দিলে যথাযথ সূত্র উল্লেখপূর্বক ব্যবহার করুন।