বাঘাইছড়ি : রাঙামাটির বাঘাইছড়ি উপজেলার বঙলতলী ইউপি’র ৯ কিলো ও ১১ কিলো এলাকায় গতকাল রবিবার (৭ জানুয়ারি) সকাল ১১টার দিকে দুইটিলা ক্যাম্পের সেনা সদস্যরা তিন গ্রামবাসীর বাড়িতে তল্লাশি চালিয়েছে বলে খবর পাওয়া গেছে।
যাদের বাড়িতে তল্লাশি চালানো হয় তারা হলেন- ৯ কিলো গ্রামের বাসিন্দা নাক্ক্যা চাকমা ও দীপন চাকমা এবং ১১ কিলো(বটতলা) গ্রামের বাসিন্দা ডেলা চাকমা।
জানা যায়, গতকাল সকালে দুই টিলা ক্যাম্পের ওয়ারেন্ট অফিসার আরিফ এর নেতৃত্বে একদল সেনা সদস্য চোদগীছড়ার আমতলা নামক স্থানে কম্বল বিতরণ করতে যায়। কিন্তু এলাকার জনগণ সেনাদের দেয়া কম্বল গ্রহণ না করলে সেনারা ক্ষিপ্ত হয়ে উক্ত গ্রামবাসীদের বাড়িতে তল্লাশি চালায়।
পরে সেনারা বিতরণ করতে নিয়ে যাওয়া কম্বলসহ ক্যাম্পে ফিরে যায়।
——————-
সিএইচটি নিউজ ডটকম’র প্রচারিত কোন সংবাদ, তথ্য, ছবি ব্যবহারের প্রয়োজন দেখা দিলে যথাযথ সূত্র উল্লেখপূর্বক ব্যবহার করুন।