বাঘাইছড়ি : রাঙামাটির বাঘাইছড়িতে আজ শুক্রবার (২৭ এপ্রিল ২০১৮) বিকালে জেএসএস সংস্কারপন্থী সন্ত্রাসীরা দুই কিশোরসহ ৩ জনকে অপহরণ করেছে বলে খবর পাওয়া গেছে।
অপহৃতরা হলেন- সাজেকের বাঘাইহাট এলাকার হাজাছড়া গ্রামের সুমতি চাকমার ছেলে বিশ্ব কল্যাণ চাকমা (১৬) ও সুনীল চাকমার ছেলে নিশান চাকমা (১৭) এবং রুপকারী এলাকার হেঙত্তে চাকমার ছেলে রিপন চাকমা (৩০)।
অপহৃত নিশান চাকমার মা নিরুপা চাকমা সাজেক নারী সমাজের সভাপতি হিসেবে দায়িত্বে রয়েছেন।
জানা যায়, আজ বিকাল ৩টার দিকে বাঘাইছড়ি সদর (পৌর এলাকা) থেকে সংস্কারপন্থী দন্তু চাকমার নেতৃত্বে একদল সন্ত্রাসী উক্ত তিন জনকে অপহরণ করে নিয়ে যায়।
এ রিপোর্ট লেখা পর্যন্ত (রাত ৮টা) তাদেরকে ছেড়ে দেওয়া হয়নি।
——————-
সিএইচটি নিউজ ডটকম’র প্রচারিত কোন সংবাদ, তথ্য, ছবি ব্যবহারের প্রয়োজন দেখা দিলে যথাযথ সূত্র উল্লেখপূর্বক ব্যবহার করুন।