বাঘাইছড়িতে পিসিপি-যুব ফোরামের বিক্ষোভ
সিএইচটিনিউজ.কম
বাঘাইছড়ি(রাঙামাটি): গতকাল সোমবার কাপ্তাইয়ের চিৎমরঙে সেটেলার কর্তৃক স্কুলছাত্রী উমাচিং মার্মাকে ধর্ষণের পর হত্যা ও আজ মঙ্গলবার (১৬ ডিসেম্বর) সকালে নানিয়াচরের বগাছড়িতে পাহাড়িদের দোকান, বসতবাড়ী পুড়ে দেওয়ার প্রতিবাদে বাঘাইছড়িতে বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সমাবেশ করেছে বৃহত্তর পার্বত্য চট্টগ্রাম পাহাড়ি ছাত্র পরিষদ(পিসিপি) ও গণতান্ত্রিক যুব ফোরাম বাঘাইছড়ি উপজেলা শাখা।
মঙ্গলবার বেলা ১.৩০ টার উপজেলা মাঠ থেকে বিক্ষোভ মিছিলটি শুরু হয়ে চৌমুহনি চত্বরের সামনে সংক্ষিপ্ত প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত হয়। এতে পিসিপি বাঘাইছড়ি উপজেলা শাখার সাধারণ সম্পাদক আসেন্টু চাকমার সঞ্চালনায় বক্তব্য রাখেন গণতান্ত্রক যুব ফোরামের বাঘাইছড়ি উপজেলা শাখার সভাপতি অঙ্গদ চাকমা, সাধারণ সম্পাদক জ্যোতির্ময় চাকমা ও পিসিপি বাঘাইছড়ি থানা শাখার সভাপতি সোহেল চাকমা।
বক্তারা অবিলম্বে উমাসিং মারমাকে ধর্ষণের পর হত্যার সাথে জড়িত সেটলারদের গ্রেফতার করে দৃষ্টান্তমূলক শাস্তি এবং বগাছড়িতে পাহাড়ি বসতি ও বৌদ্ধ বিহারে হামলা ও অগ্নিসংযোগে জড়িত সেটলারদের আইনের আওতায় আনার দাবি জানান।
এছাড়া সাজেকেও উক্ত ঘটনার প্রতিবাদে বিক্ষোভ মিছিল ও সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।
—————–
সিএইচটিনিউজ.কম’র প্রচারিত কোন সংবাদ, তথ্য, ছবি ব্যবহারের প্রয়োজন দেখা দিলে যথাযথ সূত্র উল্লেখপূর্বক ব্যবহার করুন।