বাঘাইছড়ি : রাঙামাটির বাঘাইছড়ি উপজেলার বঙ্গলতলী ইউনিয়নের বি-ব্লকে ৩৭৫ নং বঙ্গলতলি মৌজার প্রধান (হেডম্যান) বিশ্ব জ্যোতি চাকমার বাড়িতে যৌথবাহিনী কর্তৃক তল্লাশি চালানোর খবর পাওয়া গেছে।
জানা যায়, আজ শনিবার (১২ মে ২০১৮) সকাল ১১টার সময় বাঘাইছড়ি থানার অফিসার ইনচার্জ(তদন্ত) জাহাঙ্গীর আলমের নেতৃত্বে ৫০-৬০ জনের যৌথবাহিনীর একদল সদস্য বঙ্গলতলির বি-ব্লকে গিয়ে হেডম্যান বিশ্বজ্যোতি চাকমার বাড়িতে তল্লাশি চালায়। তবে অবৈধ কোন কিছু তারা পায়নি। এ সময় ওই গ্রাম থেকে বিপিন চাকমার ছেলে বিনিময় চাকমা(৪০) ও অমর কান্তি চাকমার ছেলে মন চাকমা(২৮)-কে আটক করলেও বিকাল সাড়ে ৩টার দিকে তাদের ছেড়ে দেওয়া হয় বলে জানা গেছে।
এছাড়াও যৌথ বাহিনীর সদস্যরা বি-ব্লক গ্রামের বাসিন্দা রবি সূর্য চাকমার ছেলে বিমল কান্তি চাকমার বাড়িতে গিয়ে কাউকে না পেয়ে তাঁর ৩টি লিচু গাছ থেকে ইচ্ছেমত লিচু ছিড়ে খেয়ে সাবাড় করে দেয় বলে অভিযোগ পাওয়া গেছে।
———————–
সিএইচটিনিউজ ডটকম’র প্রচারিত কোন সংবাদ, তথ্য, ছবি ব্যবহারের প্রয়োজন দেখা দিলে যথাযথ সূত্র উল্লেখপূর্বক ব্যবহার করুন।