নিজস্ব প্রতিবেদক, সিএইচটিনিউজ.কম
বাঘাইছড়ি: রাঙামাটির বাঘাইছড়িতে গণতান্ত্রিক যুব ফোরাম ও বৃহত্তর পার্বত্য চট্টগ্রাম পাহাড়ি ছাত্র পরিষদ(পিসিপি)-এর স্থানীয় শাখার উদ্যোগে স্বেচ্ছাশ্রমে রাস্তা সংস্কার ও রাস্তার আশে-পাশের জঙ্গল পরিষ্কারের কর্মসূচি চলছে।
আজ ৭ ফেব্রুয়ারি সকাল থেকে করঙাতলি বাজার হতে সাজেকের উজোবাজার পর্যন্ত রাস্তার ভেঙে যাওয়া অংশগুলো ভরাট করা হয় ও রাস্তার আশে-পাশের জঙ্গলগুলো কেটে সাফ করা হয়। এ কর্মসূচিতে যুব ফোরামের বাঘাইছড়ি উপজেলা শাখার সাধারণ সম্পাদক অঙ্গদ চাকমা, জ্যোর্তিময় চাকমা ও পিসিপি’র বাঘাইছড়ি থানা শাখার আহ্বায়ক নিউটন চাকমাসহ স্থানীয় নেতা কর্মী ও ছাত্র-যুবকরা অংশগ্রহণ করেন।
চলতি মাসের পুরোটা সময় বাঘাইছড়ির বিভিন্ন জায়গায় এ কর্মসূচি চলবে বলে যুব ফোরাম ও পিসিপি নেতারা জানিয়েছেন।