বাঘাইছড়িতে সংঘর্ষের ঘটনায় ইউপিডিএফ জড়িত নয়
সিএইচটি নিউজ ডটকম
ইউনাইটেড পিপলস ডেমোক্রেটিক ফ্রন্ট (ইউপিডিএফ) রাঙামাটি জেলা ইউনিটের সংগঠক সচল চাকমা এক বিবৃতিতে বলেছেন, রাঙামাটির বাঘাইছড়ির বড়াদামে আজ শনিবার ভোরে সেনাবাহিনীর সাথে “সন্ত্রাসীদের” সংঘর্ষের ঘটনায় ইউপিডিএফকে জড়িয়ে কোন কোন সংবাদ মাধ্যমে (টিভি চ্যানেলে) যে রিপোর্ট প্রচারিত হচ্ছে তা আদৌ সত্য নয়।
প্রচারিত সংবাদে উক্ত ঘটনার সাথে মিথ্যাভাবে ইউপিডিএফকে জড়ানোর তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়ে তিনি বলেন, “কার সাথে সংঘর্ষ হয়েছে এবং আটককৃত ও নিহতরা কারা তা পরিস্কার জানা থাকা সত্বেও একটি বিশেষ মহল ইউপিডিএফের ভাবমূর্তি ক্ষুন্ন করার জন্য ইচ্ছাকৃতভাবে ও দুরভিসন্ধিমূলকভাবে ইউপিডিএফের নাম জড়াতে চাইছে।”
ইউপিডিএফ নেতা অবিলম্বে ঘটনা সম্পর্কে এই বিভ্রান্তিকর তথ্য দূর করার জন্য সংশ্লিষ্ট সংবাদকর্মীদের প্রতি আহ্বান জানিয়েছেন।
——————-
সিএইচটিনিউজ.কম’র প্রচারিত কোন সংবাদ, তথ্য, ছবি ব্যবহারের প্রয়োজন দেখা দিলে যথাযথ সূত্র উল্লেখপূর্বক ব্যবহার করুন।