বাঘাইছড়ি : সংস্কাবাদী জেএসএস ও নব্য মুখোশ বাহিনীর সশস্ত্র সন্ত্রাসীরা বঙ্গলতলী ইউপি’র ৫নং ওয়ার্ডের বি-ব্লকের বাসিন্দা স্বপন কুমার চাকমা, পিতা- মৃত রাজেন্দ্র লাল চাকমা নামে এক ব্যক্তিকে অপহরণ করেছে। তিনি সাবেক ইউপি সদস্য ও বর্তমানে পেশায় একজন স্থানীয় গ্রাম্য দোকানদার।
আজ সোমবার ( ৯ জুলাই) দুপুর ২টা ২৫ মিনিটে নিজ দোকান থেকে নব্য মুখোশ বাহিনীর সদস্য জানং চাকমার নেতৃত্বে একদল সশস্ত্র দুর্বৃত্ত তাকে অস্ত্রের মুখে অপহরণ করে নিয়ে যায়।
দুর্বৃত্তরা স্বপন চাকমাকে রূপকারী-বড়াদাম গ্রামের দিকে নিয়ে গেছে বলে প্রত্যক্ষদর্শী এক ব্যক্তি সিএইচটি নিউজ ডটকমকে জানিয়েছেন।
এ রিপোর্ট লেখা পর্যন্ত তাকে ছেড়ে দেওয়া হয়নি।
_______
সিএইচটিনিউজ ডটকম’র প্রচারিত কোন সংবাদ, তথ্য, ছবি ব্যবহারের প্রয়োজন দেখা দিলে যথাযথ সূত্র উল্লেখপূর্বক ব্যবহার করুন।
সিএইচটিনিউজ ডটকম’র প্রচারিত কোন সংবাদ, তথ্য, ছবি ব্যবহারের প্রয়োজন দেখা দিলে যথাযথ সূত্র উল্লেখপূর্বক ব্যবহার করুন।