বাঘাইছড়িতে সহকর্মীর গুলিতে আহত পুলিশ সদস্যের মৃত্যু
সিএইচটিনিউজ.কম ডেস্ক:
রাঙামাটির বাঘাইছড়ি উপজেলার বাঘাইহাট পুলিশ ফাঁড়িতে সহকর্মীর গুলিতে গুরুতর আহত পুলিশ সদস্য আনোয়ার হোসেন অবশেষে মারা গেছেন।
বুধবার সকাল পৌনে ১০টার দিকে ব্যক্তিগত বিষয় নিয়ে কথা কাটাকাটির এক পর্যায়ে পুলিশ কনস্টেবল মুক্তাদির তার কাছে থাকা অস্ত্র দিয়ে আনোয়ার হোসেনকে লক্ষ্য করে গুলি করে। এতে তিনি গুরুতর আহত হন। আহত অবস্থায় তাকে প্রথমে দীঘিনালা সেনা জোনে ও পরে হেলিকপ্টারযোগে চট্টগ্রাম সম্মিলিত সামরিক হাসপাতালে পাঠানো হলে সেখানেই তিনি মৃত্যুর কোলে ঢলে পড়েন। এ ঘটনায় কনস্টেবল মুক্তাদির’কে আটক করা হয়েছে বলে জানিয়েছে পুলিশ। সূত্র: পাহাড় টোয়েন্টিফোর ডটকম