বাঘাইছড়ি প্রতিনিধি : রাঙামাটির বাঘাইছড়ি উপজেলার ৯ কিলো ও ১২ কিলো এলাকা থেকে সেনাবাহিনী কমপক্ষে পাঁচজন নিরীহ ব্যক্তিকে গ্রেফতার করেছে বলে খবর পাওয়া গেছে।
গ্রেফতারকৃতরা হলেন- ১. চক্যবি চাকমা(২৮), পিতা- অমর কুসুম চাকমা, গ্রাম- তিনটিলা নোয়াপাড়া, বঙ্গলতলী ইউপি, ২. শশাংক চাকমা (৩০), পিতা- ললিত কুমার চাকমা, গ্রাম- বড়াদাম, রূপকারী ইউপি, ৩. জনপ্রিয় চাকমা (৬৫), পিতা- সুকুমার চাকমা, গ্রাম- মগবান, রূপকারী ইউপি, ৪. সুখেন চাকমা (৩৫), পিতা- সুধীর চাকমা, গ্রাম- ঝগড়াবিল ও ৫. স্মৃতিময় চাকমা (৪৫), পিতা- হনুমান চাকমা, গ্রাম- বাজেপেদামা ছড়া, মেরুং ইউপি, দীঘিনালা, খাগড়াছড়ি।
আজ সোমবার (১ এপ্রিল) বিকাল ৪টার দিকে সেনাবাহিনীর একদল সদস্য তাদেরকে গ্রেফতার করে।
গত ১৮ মার্চ উপজেলার ১১ কিলো এলাকায় সংঘটিত উপজেলা নির্বাচন পরিচালনকারী টিমের ওপর হামলায় ৭ জন নিহতের ঘটনাকে কেন্দ্র করে সাধারণ জনগণের ওপর নির্বিচারে এ গ্রেফতার অভিযান চালানো হচ্ছে বলে অভিযোগ উঠেছে।
সেনাবাহিনীর এ গ্রেফতার অভিযানের কারণে এলাকায় সাধারণ মানুষ এখন আতঙ্কের মধ্যে রয়েছেন।
—————
সিএইচটি নিউজ ডটকম’র প্রচারিত কোন সংবাদ, তথ্য, ছবি ব্যবহারের প্রয়োজন দেখা দিলে যথাযথ সূত্র উল্লেখপূর্বক ব্যবহার করুন।